দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
জীবনবিজ্ঞানের (রেচন) গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন:১
নেফ্রনের কোন অংশে প্রয়ােজনীয় পদার্থের পুনঃশােষণ ঘটে ?
উত্তর:
নেফ্রনের বৃক্কীয় নালিকা অংশে প্রয়ােজনীয় পদার্থের পুনঃশােষণ ঘটে ।
প্রশ্ন:২
পেঁপে গাছের তরুক্ষীরে কী আছে ?
উত্তর:
পেঁপে গাছের তরুক্ষীরে প্রােটিনভঙ্গক উৎসেচক প্যাপাইন আছে ।
প্রশ্ন:৩
উপক্ষার কী ?
উত্তর:
উপক্ষার উদ্ভিদের নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ ।
প্রশ্ন:৪
কোন্ গাছে তরুক্ষীর পাওয়া যায় ?
উত্তর:
বট, আকন্দ ইত্যাদি গাছে তরুক্ষীর পাওয়া যায় ।
প্রশ্ন:৫
মানবদেহের প্রধান রেচন-অঙ্গ কী ?
উত্তর:
মানবদেহের প্রধান রেচন-অঙ্গ হল বৃক্ক ।
প্রশ্ন:৬
নেফ্রনের কোথায় পরিস্রুত তরল প্রাথমিকভাবে সংগৃহীত হয় ?
উত্তর:
নেফ্রনের বােওম্যানস ক্যাপসুল গহ্বরে ।
প্রশ্ন:৭
গ্লোমেরুলাস কোন্ অঙ্গে পাওয়া যায় ?
উত্তর:
গ্লোমেরুলাস বৃক্কে পাওয়া যায় ।
প্রশ্ন:৮
বৃক্কের হাইলাম অংশ বলতে কী বােঝাে ?
উত্তর:
বৃক্কের যে অবতল খাঁজ অংশে গবিনী যুক্ত থাকে তাকে হাইলাম বলে ।
প্রশ্ন:৯
বৃক্ক থেকে মূত্র কীসের মাধ্যমে মূত্রাশয়ে আসে ?
উত্তর:
বৃক্ক থেকে মূত্র গবিনীর মাধ্যমে মূত্রাশয়ে আসে ।
প্রশ্ন:১০
মূত্রের দুটি অস্বাভাবিক উপাদানের নাম লেখাে ।
উত্তর:
গ্লুকোজ এবং অ্যালবুমিন মূত্রের দুটি অস্বাভাবিক উপাদান ।

Comments
Post a Comment