রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত উক্তি ১. "সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম।" ২. "আপনার জীবন পাতার ডগায় শিশিরের মতো সময়ের প্রান্তে হালকাভাবে নাচতে দিন।" ৩. "আমরা পৃথিবীতে বাস করি যখন আমরা এটি ভালবাসি।" ৪. "মেঘ আমার জীবনে ভেসে আসে, আর বৃষ্টি বা ঝড় বয়ে আনতে নয়, আমার সূর্যাস্তের আকাশে রঙ যোগ করতে।" ৫. "যা তুমি দিতে পারো না, তা চাইতে এসো না।" ৬. "জীবনকে গভীর থেকে উপলব্ধি করো, তার সৌন্দর্য ও রহস্য উন্মোচন হবে।"
জীবনবিজ্ঞানের (রেচন) গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন:১
নেফ্রনের কোন অংশে প্রয়ােজনীয় পদার্থের পুনঃশােষণ ঘটে ?
উত্তর:
নেফ্রনের বৃক্কীয় নালিকা অংশে প্রয়ােজনীয় পদার্থের পুনঃশােষণ ঘটে ।
প্রশ্ন:২
পেঁপে গাছের তরুক্ষীরে কী আছে ?
উত্তর:
পেঁপে গাছের তরুক্ষীরে প্রােটিনভঙ্গক উৎসেচক প্যাপাইন আছে ।
প্রশ্ন:৩
উপক্ষার কী ?
উত্তর:
উপক্ষার উদ্ভিদের নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ ।
প্রশ্ন:৪
কোন্ গাছে তরুক্ষীর পাওয়া যায় ?
উত্তর:
বট, আকন্দ ইত্যাদি গাছে তরুক্ষীর পাওয়া যায় ।
প্রশ্ন:৫
মানবদেহের প্রধান রেচন-অঙ্গ কী ?
উত্তর:
মানবদেহের প্রধান রেচন-অঙ্গ হল বৃক্ক ।
প্রশ্ন:৬
নেফ্রনের কোথায় পরিস্রুত তরল প্রাথমিকভাবে সংগৃহীত হয় ?
উত্তর:
নেফ্রনের বােওম্যানস ক্যাপসুল গহ্বরে ।
প্রশ্ন:৭
গ্লোমেরুলাস কোন্ অঙ্গে পাওয়া যায় ?
উত্তর:
গ্লোমেরুলাস বৃক্কে পাওয়া যায় ।
প্রশ্ন:৮
বৃক্কের হাইলাম অংশ বলতে কী বােঝাে ?
উত্তর:
বৃক্কের যে অবতল খাঁজ অংশে গবিনী যুক্ত থাকে তাকে হাইলাম বলে ।
প্রশ্ন:৯
বৃক্ক থেকে মূত্র কীসের মাধ্যমে মূত্রাশয়ে আসে ?
উত্তর:
বৃক্ক থেকে মূত্র গবিনীর মাধ্যমে মূত্রাশয়ে আসে ।
প্রশ্ন:১০
মূত্রের দুটি অস্বাভাবিক উপাদানের নাম লেখাে ।
উত্তর:
গ্লুকোজ এবং অ্যালবুমিন মূত্রের দুটি অস্বাভাবিক উপাদান ।

Comments
Post a Comment