স্থিতিশীল উন্নয়ন
✶✶✶প্রশ্ন:১
কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ও পারমাণবিক জ্বালানি—
(a) পুনর্ব্যবহার যােগ্য
(b) চিরকাল থাকবে
(c) একবার ব্যবহার করলেই শেষ
উত্তর: C
✶✶✶প্রশ্ন:২
নিম্নলিখিত পরিবেশ সমস্যাগুলাে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করলে দেশের সুস্থায়ী উন্নয়ন সম্ভব—
(a) জনসংখ্যার স্থিতাবস্থা
(b) আর্থিক শৃঙ্খলা
(c) অসম বিকাশ
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৩
ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠের জলের সমন্বিত ব্যবহার না করার ফলে—
(a) জলের অভাব দেখা দেয়
(b) জল লবণাক্ত হয়
(c) জল জীবাণুদুষ্ট হয়
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৪
রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতিতে পরিবেশ সংক্রান্ত বিষয়গুলাে—
(a) গুরুত্ব পাওয়া উচিত
(b) গুরুত্বপূর্ণ নয়
(c) সংশ্লিষ্ট নয়
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৫
বাতাস, জল, মাটি, বন্যপ্রাণী, খনিজ পদার্থ, প্রাকৃতিক শােধন ক্রিয়া এবং পুনর্ব্যবহার প্রক্রিয়া ভাবা যেতে পারে—
(a) পার্থিব মূলধন
(b) সৌর মূলধন
(c) মহাজাগতিক মূলধন
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৬
জনবসতি সামগ্রিকভাবে শুরু থেকেই প্রভাবিত হয় প্রাকৃতিক—
(a) ভূমি সম্পদের দ্বারা
(b) খনিজ সম্পদের দ্বারা
(c) জল সম্পদের দ্বারা
উত্তর: C
✶✶✶প্রশ্ন:৭
পরিবেশ সংরক্ষণ একটি—
(a) অর্থনৈতিক বিষয়
(b) রাজনৈতিক বিষয়
(c) আধ্যাত্মিক বিষয়
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৮
সম্পদ আহরণ ও অর্থনৈতিক বিকাশের প্রতিযােগিতা বাড়লাে—
(a) প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে
(b) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে
(c) বিংশ শতাব্দীর শেষ ভাগে
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৯
সুস্থায়ী উন্নয়নের গুরুত্বপূর্ণ মূল বিষয় হলাে—
(a) প্রাযুক্তিক উদ্ভাবন
(b) সরকারের ভূমিকা
(c) ওপরের দুটিই
উত্তর: C
✶✶✶প্রশ্ন:১০
প্রাকৃতিক সম্পদের অবক্ষয় এবং পরিবেশ সমস্যা ঘনীভূত হয়েছে—
(a) শিল্পোন্নয়ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে
(b) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে
(c) জীবাশ্ম জ্বালানির দহনের ফলে
উত্তর: A
Comments
Post a Comment