স্থিতিশীল কৃষিব্যবস্থা
✶✶✶প্রশ্ন:১
জৈব কীটনাশক প্রক্রিয়ায়—
(a) চাষে জৈবসার ব্যবহার করা হয়
(b) ফসলের কীটপােকা নিয়ন্ত্রণে ব্যাকটেরিয়া,ভাইরাস,অনুছত্রাক,প্রােটোজোয়া ও অনুজীব ব্যবহার করা হয়
(c) আগাছা নিয়ন্ত্রণ করা হয়
উত্তর: B
✶✶✶প্রশ্ন:২
‘অ্যাজোম্পিরিলাম’ ব্যাকটেরিয়া যে উদ্ভিদের মূলে অর্বুদ তৈরি করে বসবাস করে সেটি হলো—
(a) জোয়ার
(b) নয়নতারা
(c) বট
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৩
ঊনবিংশ শতাব্দীর শেষভাগে ইংরেজরা এক বনসৃজন পদ্ধতির প্রবর্তন করে যাকে বলা হতাে—
(a) টঙ্গিয়া
(b) কৃষিবন
(c) ঝুমচাষ
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৪
অ্যাজোটোব্যাকটর হলাে—
(a) ভাইরাস
(b) অনুছত্রাক
(c) ব্যাকটেরিয়া
উত্তর: C
✶✶✶প্রশ্ন:৫
শস্য ক্ষেত্রে সজীব বেড়া হিসাবে সারি সারি গাছের প্রতিরােধ তৈরি করে—
(a) শস্য ক্ষেত্রে কীটপােকা দমন করা যায়
(b) শস্য ক্ষেত্রে তৃণভােজী প্রাণীদের আটকানাে যায়
(c) উৎপাদন বৃদ্ধি করা যায়
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৬
মূলের গুটির মধ্যে থাকা কিছু ব্যাকটেরিয়া কোশ পরিবর্তিত হয়ে এক ধরনের উৎসেচক উৎপন্ন করে যার নাম হলাে—
(a) নাইট্রোজিনেস
(b) অ্যাজোটোব্যাকটর
(c) রাইজোবিয়াম
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৭
অ্যাজোটোব্যাকটর ব্যাকটেরিয়া প্রতি বছর নাইট্রোজেনের সংযুক্তি ঘটায় হেক্টর প্রতি—
(a) 20 কিলােগ্রামের বেশি
(b) 30 কিলােগ্রামের বেশি
(c) 40 কিলােগ্রামের বেশি
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৮
কৃষিবন বলতে বােঝায়—
(a) যেখানে শস্যের চাষ হয়
(b) প্রাণীদের বিচরণভূমিকে
(c) একসঙ্গে শস্য-প্রাণী এবং বৃক্ষ বনকে
উত্তর: C
✶✶✶প্রশ্ন:৯
আবহমণ্ডল থেকে নাইট্রোজেনকে নাইট্রেটলবণ হিসাবে আবদ্ধ করে—
(a) নিমজাতীয় গাছ
(b) শিমজাতীয় গাছ
(c) কোনােটিই নয়
উত্তর: B
✶✶✶প্রশ্ন:১০
পরিবেশ বিষয়ক বিখ্যাত 3P সূত্রটি হলো—
(a) পপুলেশন পর্ভাটি পলিউশন
(b) প্রিন্সিপল্ অব পপুলেশন প্রবলেম
(c) পাওয়ার প্রোডাকশন প্রাইস
উত্তর: C
স্থিতিশীল কৃষিব্যবস্থা সেট ২[PREV]
স্থিতিশীল কৃষিব্যবস্থা সেট ৪[NEXT]
Comments
Post a Comment