স্থিতিশীল কৃষিব্যবস্থা
✶✶✶প্রশ্ন:১
অ্যাজোটোব্যাকটর নামে এই ব্যাকটেরিয়া প্রতি বছর হেক্টর প্রতি—
(a) 30 গ্রাম নাইট্রোজেন সংযুক্তি ঘটায়
(b) 40 গ্রাম নাইট্রোজেন সংযুক্তি ঘটায়
(c) 50 গ্রাম নাইট্রোজেন সংযুক্তি ঘটায়
উত্তর: A
✶✶✶প্রশ্ন:২
পারমাণবিক শক্তি উৎপাদনের প্রধান সমস্যা হলো—
(a) জলদূষণ
(b) তেজস্ক্রিয় দূষণ
(c) বায়ুদূষণ
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৩
পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের জমির লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে—
(a) অত্যধিক জলসেচের জন্য
(b) রাসায়নিক সার প্রয়ােগের জন্য
(c) কীটনাশকের ব্যবহারের জন্য
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৪
মালয়েশিয়াতে বাঁধাকপি চাষে বিরাট সমস্যা হয়েছে কারণ—
(a) উৎপাদন হ্রাস পেয়েছে
(b) চাষের খরচ বেড়েছে
(c) একরকম রােগ সৃষ্টিকারী মথ প্রায় সবরকম রাসায়নিক কীটনাশক প্রতিরােধী ক্ষমতা অর্জন করেছে
উত্তর: C
✶✶✶প্রশ্ন:৫
কীটপােকা দমনের প্রধানত—
(a) পাঁচটি পদ্ধতি আছে
(b) ছয়টি পদ্ধতি আছে
(c) সাতটি পদ্ধতি আছে
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৬
ক্রান্তীয় দেশে গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য নাতিশীতোষ্ণ দেশের চেয়ে—
(a) 3 ঘণ্টা কম
(b) 2 ঘণ্টা কম
(c) 1 ঘণ্টা কম
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৭
অ্যাজোলা হলাে একটি—
(a) ফার্ণ জাতীয় উদ্ভিদ
(b) একবীজপত্রী উদ্ভিদ
(c) দ্বিবীজপত্রী উদ্ভিদ
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৮
তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে—
(a) শ্বসন ক্রিয়া বৃদ্ধি পায়
(b) শ্বসন ক্রিয়া হ্রাস পায়
(c) শ্বসন ক্রিয়া একই থাকে
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৯
প্রতি বছর পৃথিবীতে বহু জমি মরুভূমিতে পরিণত হয়—
(a) 80 লক্ষ হেক্টর
(b) 30 লক্ষ হেক্টর
(c) 40 লক্ষ হেক্টর
উত্তর: C
✶✶✶প্রশ্ন:১০
কীটপােকা দমন ব্যবস্থায়—
(a) বাস্তুতন্ত্রের ভারসাম্য ঠিক থাকে ও পরিবেশ দূষণ কম হয়
(b) প্রাকৃতিক পরজীবী ও জীবাণুভুকদের সংখ্যা বৃদ্ধি পায়
(c) ওপরের সব কয়টি
উত্তর: C
স্থিতিশীল কৃষিব্যবস্থা সেট ৩[PREV]
স্থিতিশীল কৃষিব্যবস্থা সেট ৫[NEXT]
Comments
Post a Comment