স্থিতিশীল উন্নয়ন
✶✶✶প্রশ্ন:১
দৈনন্দিন ব্যবহৃত হয় একটি পদার্থ যা পুনর্ব্যবহার করা যায়—
(a) পেট্রোল
(b) অ্যালুমিনিয়াম
(c) অক্সিজেন
উত্তর: B
✶✶✶প্রশ্ন:২
পরিবেশ সংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য কোলকাতা হাইকোর্ট যে বেঞ্চ গঠন করেছেন তা হলাে—
(a) ইয়ােলাে বেঞ্চ
(b) ব্লু বেঞ্চ
(c) গ্রিন বেঞ্চ
উত্তর: C
✶✶✶প্রশ্ন:৩
EPA-এর পুরাে নাম হলাে—
(a) এনভায়রনমেন্টাল প্রােটেকশন এজেন্সি
(b) এনভায়রনমেন্টাল পলিউশন কন্ট্রোল এজেন্সি
(c) এনভায়রনমেন্টাল পলিউশন অ্যাক্ট
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৪
যে বই প্রকাশের পর সুস্থায়ী উন্নয়নের নির্দেশিকা সূত্রাবলি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়—
(a) ‘আমাদের সাধারণ ভবিষ্যৎ’
(b) ‘তাহাদের কথা’
(c) ‘মানব জমিন’
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৫
আন্তর্জাতিক স্থিতিশীল উন্নয়নের দশক হিসেবে চিহ্নিত হয়েছে—
(a) 1980 এর দশককে
(b) 1990 এর দশককে
(c) 2000 এর দশককে
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৬
স্থানীয় আঞ্চলিক এবং আন্তর্দেশীয় দূষণের সমস্যা সৃষ্টি হয়—
(a) কৃষি বিকাশের ফলে
(b) শিল্প বিকাশের ফলে
(c) বনসম্পদ বিকাশের ফলে
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৭
প্রকৃতির দূষণ রােধ করতে প্রয়ােজন—
(a) অচিরাচরিত শক্তির ব্যবহার
(b) চিরাচরিত শক্তির ব্যবহার
(c) অর্থনৈতিক বৈষম্য
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৮
কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ও পারমাণবিক জ্বালানি—
(a) একবার ব্যবহার করলেই শেষ
(b) পুনর্ব্যবহারযােগ্য
(c) চিরকাল থাকবে
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৯
একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে—
(a) পরিবেশের সুস্থিতির ওপর
(b) বিজ্ঞান ও প্রযুক্তির ওপর
(c) শক্তি ব্যবহারের ওপর
উত্তর: A
✶✶✶প্রশ্ন:১০
জৈব বৈচিত্র্য সংরক্ষণ ও সংবর্ধন—
(a) পরিবেশ সহায়ক
(b) পরিবেশ প্রতিকূল
(c) পরিবেশ নিরপেক্ষ
উত্তর: A
Comments
Post a Comment