স্থিতিশীল কৃষিব্যবস্থা
✶✶✶প্রশ্ন:১
নাতিশীতোষ্ণ অঞ্চলের বনাঞ্চলে মাটির উপরিভাগে সঞ্চিত থাকে পুষ্টির শতকরা—
(a) 3 ভাগ
(b) 13 ভাগ
(c) 33 ভাগ
উত্তর: A
✶✶✶প্রশ্ন:২
গবেষকেরা সমীক্ষা করে দেখেছেন শস্যের রােগ পােকা আক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা—
(a) নাতিশীতােষ্ণ জলবায়ু অঞ্চলে বেশি
(b) ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে বেশি
(c) দুটি জলবায়ু অঞ্চলে সম্ভাবনা সমান
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৩
অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করলে—
(a) জমি লবণাক্ত হয়ে যায়
(b) জমির অম্লত্ব বৃদ্ধি পায়
(c) জমির উর্বরতা বৃদ্ধি পায়
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৪
অধিক চাহিদা সম্পন্ন একই ফসল বার বার চাষ করলে জমির—
(a) উর্বরতা বৃদ্ধি পায়
(b) উর্বরতা কমে যায়
(c) ফসলে পােকা কম হয়
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৫
ক্রান্তীয় বনভূমির বৃক্ষ, গুল্ম এবং অন্যান্য উদ্ভিদে উর্বরা শক্তির প্রয়ােজনীয় উপাদান সঞ্চিত থাকে প্রায়—
(a) 70 ভাগ
(b) 80 ভাগ
(c) 90 ভাগ
উত্তর: C
✶✶✶প্রশ্ন:৬
উদ্ভিদ সালােকসংশ্লেষের মাধ্যমে গ্রহণ করে—
(a) জল
(b) সূর্যকিরণ
(c) খাদ্য
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৭
নাতিশীতোষ্ণ অঞ্চলের বনাঞ্চলে নতুন গাছের বৃদ্ধির জন্য মাটির ভিতরে সঞ্চিত থাকে পুষ্টির শতকরা—
(a) 87 ভাগ
(b) 97 ভাগ
(c) 77 ভাগ
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৮
ক্রান্তীয় দেশে গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য নাতিশীতোষ্ণ দেশের চেয়ে—
(a) 4 ঘণ্টা কম
(b) 3 ঘণ্টা কম
(c) 2 ঘণ্টা কম
উত্তর: C
✶✶✶প্রশ্ন:৯
সংহত কীটপােকা নিয়ন্ত্রণ ব্যবস্থা হচ্ছে—
(a) রাসায়নিক কীটনাশক দিয়ে কীটপােকার ব্যাপক নিয়ন্ত্রণ
(b) রােগগ্রস্ত উদ্ভিদের বিনাশ
(c) বিভিন্ন কীটনাশক পদ্ধতির সুষম ও সংহত প্রয়ােগ
উত্তর: C
✶✶✶প্রশ্ন:১০
পরিবেশের ওপর কৃষির প্রভাব নিয়ে উদ্বেগের প্রধান কারণ—
(a) রাসায়নিক সার
(b) কীটনাশক
(c) সেচ
উত্তর: B
স্থিতিশীল কৃষিব্যবস্থা সেট ৪[PREV]
স্থিতিশীল কৃষিব্যবস্থা সেট ৬[NEXT]
Comments
Post a Comment