স্থিতিশীল উন্নয়ন
✶✶✶প্রশ্ন:১
এজেন্ডা-21 বলতে বােঝায়—
(a) স্থিতিশীল উন্নয়নের জন্য 21 দফা কর্মসূচি
(b) উষ্ণতা বৃদ্ধি রােধের জন্য 21 দফা কর্মসূচি
(c) ওজোন স্তরের ছিদ্র রােধের জন্য 21 দফা কর্মসূচি
উত্তর: A
✶✶✶প্রশ্ন:২
বেসরকারি শিল্পক্ষেত্রে মৌলিক গবেষণামূলক কর্মসূচির সম্ভাবনা—
(a) বেশি
(b) কম
(c) একেবারে নেই
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৩
GEMS-এর পুরাে নাম—
(a) Global Energy Monitoring System.
(b) Global Economy Monitoring System.
(c) Global Environmental Monitoring System.
উত্তর: C
✶✶✶প্রশ্ন:৪
উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল—
(a) 1979 সালে অস্ট্রিয়ার ভিয়েনাতে
(b) 1989 সালে ভারতের নয়াদিল্লিতে
(c) 2000 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৫
স্থিতিশীল উন্নয়নের কথা প্রথম আলােচিত হয়েছিল—
(a) স্টকহােমের প্রথম বিশ্ব পরিবেশ সম্মেলনে
(b) রিও-ডি-জেনেইরাে-র দ্বিতীয় বিশ্ব পরিবেশ সম্মেলনে
(c) দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত তৃতীয় বিশ্ব পরিবেশ সম্মেলনে
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৬
শিল্পোন্নত দেশে সরকারি শিল্পক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে বিগত দুই দশকে লগ্নি—
(a) হ্রাস পেয়েছে
(b) বৃদ্ধি পেয়েছে
(c) উল্লেখযােগ্য নয়
উত্তর: A
✶✶✶প্রশ্ন:৭
দ্রুত শিল্পায়ন ও নগরায়ণ—
(a) পরিবেশ অনুকূল
(b) পরিবেশ প্রতিকূল
(c) পরিবেশের সঙ্গে সম্পর্কহীন
উত্তর: B
✶✶✶প্রশ্ন:৮
অপ্রচলিত শক্তির উৎস সম্পর্কিত বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল—
(a) 2001 সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে
(b) 1991 সালে লন্ডন শহরে
(c) 1981 সালে কেনিয়ার নাইরােবিতে
উত্তর: C
✶✶✶প্রশ্ন:৯
শিল্পোন্নয়ন শুরু হবার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সম্পদের অবক্ষয় ও পরিবেশ সমস্যা প্রকট হয়—
(a) অষ্টাদশ শতাব্দীর শেষভাগে
(b) বিংশ শতাব্দীর মধ্যভাগে
(c) ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে
উত্তর: C
✶✶✶প্রশ্ন:১০
সরকারি আমলাতান্ত্রিক আইন কানুন দ্বারাই পৃথিবী পরিচালিত হলে—
(a) সুখপ্রদ হবে
(b) দুঃখজনক হবে
(c) সমৃদ্ধিশালী হবে
উত্তর: B
Comments
Post a Comment