সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs
✸✸✸✸প্রশ্ন:১
উদ্ভিদের ক্ষতস্থানের উপবৃদ্ধিকে বলা হয়—
(a) গল
(b) গ্রেগল
(c) ক্রাউনগল
(d) ব্রাউনগল
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:২
গােল্ডেন রাইসের সােনালি রঙের কারণ হল—
(a) জ্যান্থোফিল
(b) আলফা-অ্যামাইলেজ
(c) বিটা-ক্যারােটিন
(d) সবকটি
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:৩
ভূপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত হয়েছিল—
(a) পটাশিয়াম আইসােসায়ানেট
(b) সােডিয়াম আইসােসায়ানেট
(c) মিথাইল আইসােসায়ানেট
(d) সবকটি
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:৪
পরিবর্তক হল—
(a) বিয়ােজক
(b) দ্বিতীয় শ্রেণির খাদক
(c) প্রথম শ্রেণির খাদক
(d) উৎপাদক
উত্তর: A
✸✸✸✸প্রশ্ন:৫
মেন্ডেলের দ্বিসংকর ক্রসের ফিনােটাইপিক অনুপাত হল—
(a) 1:3:3:9
(b) 9:1:1:3
(c) 9:3:3:1
(d) 9:1:3:1
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:৬
ধসা রােগ প্রতিরােধকারী ট্রান্সজেনিক উদ্ভিদ—
(a) তুলে
(b) কচু
(c) টম্যাটো
(d) আলু
উত্তর: D
✸✸✸✸প্রশ্ন:৭
একটি সেন্ট্রোমিয়ার যুক্ত ক্রোমােজোমকে বলা হয়—
(a) পলিসেন্ট্রিক
(b) ডাইসেন্ট্রিক
(c) মনােসেন্ট্রিক
(d) আসেস্ট্রিক
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:৮
ওকাজাকি খণ্ডকগুলিকে সংযুক্ত করে—
(a) DNA লাইগেজ
(b) প্রাইমেজ
(c) গাইরেজ
(d) হেলিকেজ
উত্তর: A
✸✸✸✸প্রশ্ন:৯
ব্যাকটেরিয়ার মূল ক্রোমোেজামের বাইরের গােলাকার DNA-কে বলা হয়—
(a) কসমিড ও প্লাসমিড
(b) রিকম্বিন্যান্ট প্লাসমিড
(c) প্লাসমিড
(d) কসমিড
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:১০
RNA থেকে প্রােটিন গঠন পদ্ধতি হল—
(a) ট্রান্সলেশন
(b) রিভার্স ট্রান্সক্রিপশন
(c) ট্রান্সক্রিপশন
(d) রেপ্লিকেশন
উত্তর: A
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ১৭[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ১৯[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment