সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs
✸✸✸✸প্রশ্ন:১
মাছের একটি ছত্রাকঘটিত রোগ হল—
(a) ফুলকা পচন
(b) ড্রপসি
(c) পাখনা ও ল্যাজ পচন
(d) কোনোটিই নয়
উত্তর: A
✸✸✸✸প্রশ্ন:২
ব্রায়ােফাইটা ও টেরিডােফাইটার মধ্যে সংযােগ রক্ষা করে—
(a) নিটাম
(b) টেরিডােস্পার্ম
(c) রাইনিয়া
(d) ট্রিফার্ন
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:৩
‘ট্রাইসােমি-21’-কে বলা হয়—
(a) ক্লাইনফেল্টার সিনড্রোম
(b) ডাউন সিনড্রোম
(c) টারনার সিনড্রোম
(d) কোনােটিই নয়
উত্তর: B
✸✸✸✸প্রশ্ন:৪
করােটির আয়তন 850-900 সিসি ছিল—
(a) হােমাে সেপিয়েন্স সেপিয়েন্স-এর
(b) হােমাে হ্যাবিলিস-এর
(c) হােমাে ইরেকটাস-এর
(d) অস্ট্রালােপিথেকাসের
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:৫
ট্রান্সক্রিপশনের কোন্ পর্যায়ে ট্রান্সক্রিপশন বাবল গঠিত হয় ?
(a) শৃঙ্খল সম্প্রসারণ পর্যায়
(b) শৃঙ্খল সমাপ্তিকরণ পর্যায়
(c) প্রারম্ভিক পর্যায়
(d) কোনােটিই নয়
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:৬
সমাপ্তিকরণ কোডনটি হল—
(a) UCC
(b) UGA
(c) UAC
(d) AUG
উত্তর: B
✸✸✸✸প্রশ্ন:৭
প্রথম প্রাণের উদ্ভব ঘটে—
(a) জলে
(b) মাটিতে
(c) পর্বতে
(d) বায়ুতে
উত্তর: A
✸✸✸✸প্রশ্ন:৮
অটোজোমাল প্রচ্ছন্ন-এর একটি উদাহরণ হল—
(a) অ্যালবিনিজ্ম
(b) হাইপারট্রাইকোসিস
(c) হিমােফিলিয়া
(d) PTC টেস্টিং
উত্তর: A
✸✸✸✸প্রশ্ন:৯
মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গ—
(a) গলবিল
(b) প্রিমােলার
(c) মােলার
(d) অ্যাপেনডিক্স
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:১০
সিঙ্গল সেল প্রােটিন উৎপাদনে ব্যবহৃত হয়—
(a) Spirulina pacifica
(b) Saccharomyces cerevisiae
(c) Agaricus bisporus
(d) Agaricus campestris
উত্তর: A
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ১৪[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ১৬[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment