সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs
✸✸✸✸প্রশ্ন:১
ব্যাবসায়িক ভিত্তিতে যে-ট্রান্সজেনিক প্রজাতি থেকে ইনসুলিন তৈরি করা হয়,তা হল—
(a) Lactobacillus sp.
(b) Escherichia coli
(c) Rhizobium sp.
(d) সবগুলি
উত্তর: B
✸✸✸✸প্রশ্ন:২
“শীতল ও শুষ্ক পরিবেশের তুলনায় উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে প্রাণীর দেহ গাঢ় বর্ণের হয়”—এটি—
(a) রেনচ-এর নীতি
(b) বার্গ্যানের নীতি
(c) অ্যালেনের নীতি
(d) গ্লগারের নীতি
উত্তর: D
✸✸✸✸প্রশ্ন:৩
সিফিলিস রােগের কারণ হল—
(a) প্রােটোজোয়া
(b) ছত্রাক
(c) ব্যাকটেরিয়া
(d) ভাইরাস
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:৪
হার্ডি-উইনবার্গ ভারসাম্যকে বিঘ্নিত করে—
(a) ন্যাচারাল সিলেকশন
(b) মিউটেশন
(c) জেনেটিক ড্রিফট
(d) সবকটি
উত্তর: D
✸✸✸✸প্রশ্ন:৫
জলাশয়ের উপরিতলে সন্তরণশীল জীবকে বলে—
(a) প্ল্যাংকটন
(b) বেনথস
(c) নিউস্টন
(d) নেকটন
উত্তর: D
✸✸✸✸প্রশ্ন:৬
প্রােটোবায়ােন্ট-এর মধ্যে অন্তর্গত—
(a) মাইক্রোস্ফিয়ার ও কোয়াসারভেট
(b) মাইক্রোস্ফিয়ার
(c) কোয়াসারভেট
(d) কোনােটিই নয়
উত্তর: B
✸✸✸✸প্রশ্ন:৭
একটি রজঃস্রাব শেষ হওয়া কত দিনের মধ্যে ডিম্বাণুর নিঃসরণ ঘটে ?
(a) 25-28 দিন
(b) 13-17 দিন
(c) 9-11 দিন
(d) 5-7 দিন
উত্তর: B
✸✸✸✸প্রশ্ন:৮
5-মিথাইল ইউরাসিল বলা হয় যে-বেসকে,তা হল—
(a) ইউরাসিল
(b) গুয়ানিন
(c) থাইমিন
(d) অ্যাডেনিন
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:৯
কোর হিস্টোনসহ H1 হিস্টোনকে বলে—
(a) ক্রোমাটোজোম
(b) সেন্ট্রাজোম
(c) ক্রোমােজোম
(d) নিউক্লিওজোম
উত্তর: A
✸✸✸✸প্রশ্ন:১০
গােরুমারা হল—
(a) জাতীয় উদ্যান
(b) সংরক্ষিত বনাঞ্চল
(c) বায়ােস্ফিয়ার রিজার্ভ
(d) অভয়ারণ্য
উত্তর: D
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ১৫[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ১৭[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment