বহির্জাত পক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
➤➤➤প্রশ্ন-১
নদী ক্ষয়কার্যের কোন প্রক্রিয়ায় মন্থকূপ গড়ে ওঠে ?
উত্তর-
অবঘর্ষ।
➤➤➤প্রশ্ন-২
নদী অববাহিকার পার্বত্য অংশ কী নামে পরিচিত ?
উত্তর-
ধারণ অববাহিকা।
➤➤➤প্রশ্ন-৩
কোন্ গতিতে নদী সর্বাধিক সঞ্চয় করে ?
উত্তর-
নিম্নগতিতে।
➤➤➤প্রশ্ন-৪
ভারতে প্রবাহিত দুটি পূর্ববর্তী নদীর উদাহরণ দাও ।
উত্তর-
গঙ্গা ও সিন্ধু।
➤➤➤প্রশ্ন-৫
বৃহদায়তন র্যাপিডসকে কী বলা হয় ?
উত্তর-
জলপ্রপাত।
➤➤➤প্রশ্ন-৬
ক্যাটারাক্ট কী ?
উত্তর-
জলপ্রপাতে প্রবল জলরাশি প্রবাহিত হলে তা ক্যাটারাক্ট।
➤➤➤প্রশ্ন-৭
বিন্দুবার কী ?
উত্তর-
নদীবাঁকের মৃদুঢালু উত্তল অংশের সঞ্চয়কে বিন্দুবার বলে।
➤➤➤প্রশ্ন-৮
কোন্ নদীর নাম অনুসারে মিয়েন্ডার ভূমিরূপের নামকরণ হয়েছে ?
উত্তর-
তুরস্কের মিয়েন্ডারেস।
➤➤➤প্রশ্ন-৯
গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের আকৃতি কিরূপ ?
উত্তর-
ধনুকের মতো বা ধনুকাকৃতি।
➤➤➤প্রশ্ন-১০
খাঁড়ি ভূমিরূপটি কোথায় গঠিত হয় ?
উত্তর-
নিম্নগতিতে নদীর মোহনায়।
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
বহির্জাত পক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ - সেট ২[PREV]
বহির্জাত পক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ - সেট ৪[NEXT]
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
Comments
Post a Comment