বহির্জাত পক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
➤➤➤প্রশ্ন-১
জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে কী বলে ?
উত্তর-
প্লাঞ্জপুল বা প্রপাতকূপ।
➤➤➤প্রশ্ন-২
নদীবাহিত প্রস্তরখণ্ড নদীতে আঘাত করে যে-ক্ষয় করে সেই ক্ষয়পদ্ধতির নাম কী ?
উত্তর-
অবঘর্ষ ক্ষয়।
➤➤➤প্রশ্ন-৩
নদীর জলের প্রবাহ পরিমাপের একককে কী বলে ?
উত্তর-
কিউসেক ও কিউমেক।
➤➤➤প্রশ্ন-৪
ভারত ও বাংলাদেশের সীমান্তে অবস্থিত একটি নিমজ্জমান দ্বীপের নাম করো।
উত্তর-
নিউমূর বা দক্ষিণ তালপট্টি।
➤➤➤প্রশ্ন-৫
নদীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত ঘনফুট জলকে কী বলে ?
উত্তর-
কিউসেক।
➤➤➤প্রশ্ন-৬
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কী ?
উত্তর-
সুন্দরবন।
➤➤➤প্রশ্ন-৭
গঙ্গা কেন আদর্শ নদী ?
উত্তর-
গঙ্গানদীতে উচ্চ বা পার্বত্য , মধ্য বা সমভূমি , নিম্ন বা বদ্বীপ প্রবাহ সুস্পষ্ট , তাই একে আদর্শ নদী বলে।
➤➤➤প্রশ্ন-৮
সুন্দরবন এলাকার কয়েকটি দ্বীপের নাম লেখো যেগুলি ক্রমশ নিমজ্জিত হচ্ছে।
উত্তর-
ঘোড়ামারা, লোহাচড়া ও নিউমূর।
➤➤➤প্রশ্ন-৯
নিউমূর দ্বীপ বাংলাদেশে কি নামে পরিচিত ?
উত্তর-
দক্ষিণ তালপট্টি।
➤➤➤প্রশ্ন-১০
নদীর ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে?
উত্তর-
J W Powell.
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
বহির্জাত পক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ - সেট ১[PREV]
বহির্জাত পক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ - সেট ৩[NEXT]
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
Comments
Post a Comment