বহির্জাত পক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
➤➤➤প্রশ্ন-১
নদীর নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন আয়তন জল প্রবাহিত হয়,তাকে কী বলে ?
উত্তর-
নদীর জলক্ষরণ।
➤➤➤প্রশ্ন-২
নদীর 'ষষ্ঠঘাত সূত্র.’-এর প্রবর্তক কে ?
উত্তর-
W . Hopkins.
➤➤➤প্রশ্ন-৩
শুষ্ক অঞ্চলে গঠিত গিরিখাতকে কী বলা হয় ?
উত্তর-
ক্যানিয়ন।
➤➤➤প্রশ্ন-৪
অসংখ্য পটহোল একসঙ্গে গড়ে উঠলে তাকে কী বলে ?
উত্তর-
পটহোল কলোনি ।
➤➤➤প্রশ্ন-৫
ভারতের কোন ভূপ্রাকৃতিক অংশের নদীগুলিতে গিরিখাত দেখা যায় ?
উত্তর-
হিমালয়।
➤➤➤প্রশ্ন-৬
কোন গতিতে নদী তার সৃষ্ট পদার্থের সবটাই বহন করে ?
উত্তর-
উচ্চগতিতে।
➤➤➤প্রশ্ন-৭
অসংখ্য ছোটো ছোটো র্যাপিডস পাশাপাশি অবস্থান করলে তা কী নামে পরিচিত ?
উত্তর-
ক্যাসকেড।
➤➤➤প্রশ্ন-৮
পর্বতের পাদদেশে নদীসঞ্চয়কার্যে সৃষ্ট হাতপাখার মতো ভূমিরূপটির নাম কী ?
উত্তর-
পলল ব্যজনী বা পলল পাখা।
➤➤➤প্রশ্ন-৯
পশ্চিমবঙ্গের কোন্ অঞ্চলের নদীতে খাঁড়ি দেখা যায় ?
উত্তর-
সুন্দরবন বা সক্রিয় বদ্বীপ।
➤➤➤প্রশ্ন-১০
পৃথিবীর বৃহত্তম কোন্ নদীটির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি ?
উত্তর-
আমাজন।
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
বহির্জাত পক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ - সেট ৩[PREV]
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
Comments
Post a Comment