পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
বাতাসের মাধ্যমে পরাগযোগ কি বলা হয় ?
উত্তর: অ্যানিমোফিলি।
প্রশ্ন:২
পৃথিবীর ইতিহাসে প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করা হয় ?
উত্তর: 16 আগস্ট, 1945।
প্রশ্ন:৩
নিম্নলিখিত কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ ?
উত্তর: কাগজ জ্বলে যাওয়া।
প্রশ্ন:৪
নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে নগরায়নের (Urbanisation) হার সবচেয়ে বেশি কোন্ রাজ্যে ?
উত্তর: গোয়া।
প্রশ্ন:৫
জাফরান কোন্ রাজ্যে সর্বাধিক উৎপন্ন হয় ?
উত্তর: জম্মু এবং কাশ্মীর।
প্রশ্ন:৬
আলওয়ার নিম্নলিখিত কোন্ খনিজ পদার্থ উৎপাদনের জন্য প্রসিদ্ধ—
উত্তর: তামা।
প্রশ্ন:৭
2011 সালের জনগণনা অনুযায়ী কোন্ রাজ্যে লিঙ্গ অনুপাতের ও হার সর্বাধিক ?
উত্তর: তামিলনাড়ু।
প্রশ্ন:৮
ম্যাঙ্গানিজের বহুল ব্যবহার কোন্ শিল্পের ক্ষেত্রে ঘটে ?
উত্তর: লৌহ ও ইস্পাত।
প্রশ্ন:৯
পতঙ্গের কামড়ানোর ফলে চুলকানির কারণ হল—
উত্তর: ফরমিক অ্যাসিড।
প্রশ্ন:১০
বিশ্বের সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত ?
উত্তর: ইন্দোনেশিয়া।
Comments
Post a Comment