পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা—
উত্তর: ১২ জোড়া।
প্রশ্ন:২
হাইপোথ্যালামাস কোন্ পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে ?
উত্তর: ADH।
প্রশ্ন:৩
গমনে সক্ষম একটি উদ্ভিদ হল—
উত্তর: ভলভক্স।
প্রশ্ন:৪
স্নায়ুকোষের নিউক্লিয়াসযুক্ত এবং সর্বাপেক্ষা প্রশস্ত অংশকে বলে—
উত্তর: দেহকোষ।
প্রশ্ন:৫
মস্তিষ্কের যোজক কলা বলা হয়—
উত্তর: পনস কে।
প্রশ্ন:৬
যখন উদ্ভিদ অঙ্গের সামগ্রিক চলন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে হয়, তখন তাকে বলে—
উত্তর: প্রকরণ চলন।
প্রশ্ন:৭
সংকটকালীন হরমোন হল—
উত্তর: অ্যাড্রিনালীন।
প্রশ্ন:৮
ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়না যে হরমোনটি তা হল—
উত্তর: অ্যান্ড্রোজেন।
প্রশ্ন:৯
চোখে ধুলো-বালি পড়ার উপক্রম হলেই চোখ দুটো বুজে যায়। এটি কী ধরনের ক্রিয়া ?
উত্তর: সহজাত প্রতিবর্ত ক্রিয়া।
প্রশ্ন:১০
মস্তিষ্কের কোন্ অংশ রিলে কেন্দ্র হিসাবে কাজ করে ?
উত্তর: থ্যালামাস।
Comments
Post a Comment