পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
কোনো শিশুর লিঙ্গ নির্ধারণ হয় কীসের দ্বারা ?
উত্তর: পিতার ক্রোমোজম দ্বারা।
প্রশ্ন:২
বাংলার আকবর কাকে বলা হয় ?
উত্তর: হুসেন শাহ কে।
প্রশ্ন:৩
চিপকো আন্দোলন শুরু হয়েছে কত সালে—
উত্তর: 1973 সালে।
প্রশ্ন:৪
ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ কবে শুরু হয় ?
উত্তর: 1740 সাল।
প্রশ্ন:৫
পৃথিবীর নিম্নতর অঞ্চলের নাম কী ?
উত্তর: মারিয়ানা খাত।
প্রশ্ন:৬
শিবাজির গুরু কে ছিলেন ?
উত্তর: রামদাস।
প্রশ্ন:৭
ফটোগ্রাফি ক্যামেরায় কোন্ লেন্সের ব্যবহার করা হয় ?
উত্তর: উত্তল লেন্সের ব্যবহার হয়।
প্রশ্ন:৮
প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমা অন্তর সময়ের পার্থক্য কত ?
উত্তর: 4 মিনিট।
প্রশ্ন:৯
গণপরিষদে কমিউনিস্ট পার্টির প্রার্থী সদস্য হিসাবে ছিলেন—
উত্তর: সোমনাথ লাহিড়ী।
প্রশ্ন:১০
সাইরেনের শব্দমাত্রা হল—
উত্তর: 140 ডেসিবেল।
Comments
Post a Comment