বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
ভারতে সুলতানি ও মোগল যুগের ইতিবৃত্ত
প্রশ্ন:১
সুলতান মামুদ কত খ্রিস্টাব্দে প্রথম ভারত আক্রমণ করেন ? তাঁর ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল ?
উত্তর:
সুলতান মামুদ ১০০০ খ্রিস্টাব্দে প্রথম ভারত আক্রমণ করেন। তাঁর ভারত আক্রমণের উদ্দেশ্য ছিল ভারতের ধনসম্পদ লুঠ করা।
প্রশ্ন:২
তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:
তরাইনের দ্বিতীয় যুদ্ধ ১১৯২ খ্রিস্টাব্দে হয়েছিল। এই যুদ্ধ হয় তৃতীয় পৃথ্বিরাজ চৌহান ও মহম্মদ ঘুরির মধ্যে।
প্রশ্ন:৩
আরব মুসলমানরা কত খ্রিস্টাব্দে সিন্ধুদেশ জয় করেন ? সেই সময় সিন্ধুদেশের রাজা কে ছিলেন ?
উত্তর:
আরব মুসলমানরা ৭১২ খ্রিস্টাব্দে সিন্ধুদেশ জয় করেন। সেই সময় সিন্ধুদেশের রাজা ছিলেন দাহির।
প্রশ্ন:৪
কুতুবমিনারের নির্মাণ কাজ কে আরম্ভ করেন এবং কে শেষ করেন ?
উত্তর:
সুলতান কুতুবউদ্দিন আইবক কুতুবমিনারের নির্মাণ শুরু করেন। সুলতান ইলতুৎমিস কুতুবমিনারের নির্মাণ কাজ শেষ করেন।
প্রশ্ন:৫
কোন্ বছর শিবাজীর রাজ্যাভিষেক হয় ?
উত্তর:
১৬৭৪ খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যাভিষেক হয়।
প্রশ্ন:৬
দাস বংশ কে প্রতিষ্ঠা করেন ? এই বংশের নাম দাস বংশ হল কেন ?
উত্তর:
দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক ও তাঁর পরবর্তী দুই বিখ্যাত শাসক ইলতুৎমিস ও গিয়াসউদ্দিন বলবন প্রথম জীবনে ক্রীতদাস ছিলেন। তাই এই বংশের নাম দাস বংশ হয়।
প্রশ্ন:৭
দাহির কে ছিলেন ? কোন্ আরব সেনাপতি তাঁকে পরাজিত করেন ?
উত্তর:
দাহির ছিলেন সিন্ধুদেশের হিন্দু রাজা। আরব মুসলমানদের সেনাপতি মহম্মদ-বিন-কাশিম দাহিরকে পরাজিত করেন।
প্রশ্ন:৮
তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ দুটিতে কারা কারা পরাজিত হয়েছিলেন ?
উত্তর:
তরাইনের প্রথম যুদ্ধে মহম্মদ ঘুরি পরাজিত হয়েছিলেন এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বিরাজ চৌহান পরাজিত হয়েছিলেন।
প্রশ্ন:৯
তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:
তরাইনের প্রথম যুদ্ধ ১১৯১ খ্রিস্টাব্দে হয়েছিল। তৃতীয় পৃথ্বিরাজ চৌহান ও মহম্মদ ঘুরির মধ্যে এই যুদ্ধ হয়।
প্রশ্ন:১০
সুলতান মামুদ কোন্ দেশের সুলতান ছিলেন ? তিনি কতবার ভারত আক্রমণ করেন ?
উত্তর:
সুলতান মামুদ গজনীর সুলতান ছিলেন। তিনি ১৭ বার ভারত আক্রমণ করেন।
Comments
Post a Comment