বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
ভূমিরূপ
প্রশ্ন-১
পৃথিবীর
বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কোনটি ?
উত্তর-
অ্যান্টার্কটিকার
ল্যাম্বার্ট
প্রশ্ন-২
পর্বতগাত্র
ও হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ফাকের সৃষ্টি হয় তাকে কী বলে ?
উত্তর-
বার্গস্রুন্ড
প্রশ্ন-৩
পৃথিবীর
দীর্ঘতম উপত্যকা হিমবাহ কোনটি ?
উত্তর-
আলাস্কার
হুবার্ড
প্রশ্ন-৪
পার্বত্য
হিমবাহ ক্ষয়ের ফলে একটিমাত্র শিলাখণ্ডের ওপর গঠিত ঢিবির মত আকৃতিবিশিষ্ট
ভূমিরূপকে কী বলে ?
উত্তর-
রসে
মতানে
প্রশ্ন-৫
হিমসিঁড়ির
বেসিনের মতো অংশে সৃষ্ট হ্রদকে কী বলে ?
উত্তর-
প্যাটার্নস্টার
হ্রদ
প্রশ্ন-৬
কোন
দেশকে বলা হয় ‘ the land of fjords ’ ?
উত্তর-
নরওয়েকে
প্রশ্ন-৭
বহিঃবিধৌত
সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কী বলে ?
উত্তর-
ভ্যালি
ট্রেন
প্রশ্ন-৮
কেটল
হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে কী বলে ?
উত্তর-
ভাৰ্ব
প্রশ্ন-৯
উচ্চ
অক্ষাংশের উপকূলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া আংশিক জলমগ্ন উপত্যকাকে
কী বলে ?
উত্তর-
ফিয়র্ড
প্রশ্ন-১০
উচ্চ
অক্ষয়াংশের উপকূল হিমবাহের সঙ্গে প্রবাহিত পাথরখণ্ড ও বালিসহ মিশ্র উপাদানকে
একসঙ্গে কী বলে ?
উত্তর-
বোল্ডার
ক্লে বা টিল
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶
✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶✶

Comments
Post a Comment