বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
ভূমিরূপ

প্রশ্ন-১
হিমবাহ যেখানে এসে শেষ হয় অর্থাৎ গলে যায় , সেই অংশের গ্রাবরেখাকে কী বলে ?
উত্তর-
প্রান্ত গ্রাবরেখা
প্রশ্ন-২
করি ভূমিরূপকে ফ্রান্সে কী বলে ?
উত্তর-
সার্ক
প্রশ্ন-৩
হিমবাহের সঞ্জয়কার্যের ফলে পর্বতের পাদদেশে বড়ো বড়ো প্রস্তরখণ্ড সঞ্জিত হয়ে যে ভূমিরূপ গঠিত হয় , তাকে কী বলে ?
উত্তর-
আগামুক
প্রশ্ন-৪
উচ্চ অক্ষাংশে অবস্থিত বরফমুক্ত পর্বতের শিখরদেশগুলিকে কী বলে ?
উত্তর-
নুনাটকস
প্রশ্ন-৫
পৃথিবীর বৃহত্তম ফিয়র্ডের নাম কী ?
উত্তর-
স্কোরশবি্ সাউন্ড ফিয়র্ড
প্রশ্ন-৬
পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে কী বলে ?
উত্তর-
লোব
প্রশ্ন-৭
যে কাল্পনিক সীমারেখার ওপর সারাবছর বরফ জমে থাকে, তাকে কী বলে ?
উত্তর-
হিমরেখা
প্রশ্ন-৮
ভারতের কোথায় 'রসে মতানে ’ ভূমিরূপ দেখা যায় ?
উত্তর-
কাশ্মীরের লিডার নদীর উপত্যকায়
প্রশ্ন-৯
জমাটবদ্ধ তুষার কণাকে কী বলে ?
উত্তর-
ফার্ন
প্রশ্ন-১০
হিমবাহ জিবের মতো এগিয়ে গেলে তাকে কী বলে ?
উত্তর-
ব্লো আউট
Comments
Post a Comment