পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্নঃ১
জামসেদপুরের পূর্বনাম কি ছিল ?
উঃ
সাকচি ।
প্রশ্নঃ২
দুটি অধাতব শিল্পের উদাহরণ দাও ?
উঃ
পেট্রোরসায়ন ও কাগজ শিল্প ।
প্রশ্নঃ৩
কোথায় মিগ বিমান তৈরী হয় ?
উঃ
অন্ধপ্রদেশের হায়দ্রাবাদে ।
প্রশ্নঃ৪
WTO শব্দের অর্থ কি ?
উঃ
World Trade Organization ( বিশ্ব বাণিজ্য সংস্থা )।
প্রশ্নঃ৫
জনসংখ্যা তত্ত্বের আবিষ্কারক কে ?
উঃ
ম্যালথাস্ ।
প্রশ্নঃ৬
জন বিবর্তন তত্ত্বের প্রবর্তক কে ?
উঃ
ওয়ারনার থম্পসন ( 1929 ) ।
প্রশ্নঃ৭
নিউজ প্রিন্ট উৎপাদনে প্রথম স্থানাধিকারী দেশ হল কোনটি ?
উঃ
কানাডা ।
প্রশ্নঃ৮
ভারতের উদীয়মান শিল্প কোনটি ?
উঃ
পেট্রোরসায়ন শিল্প ।
প্রশ্নঃ৯
ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্টকে কবে মহাকাশে পাঠানাে হয় ?
উঃ
1975 সালে ।
প্রশ্নঃ ১০
মরু উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কি হয় ?
উঃ
কাঁটায় ।
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷

Comments
Post a Comment