নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্নঃ১
জামসেদপুরের পূর্বনাম কি ছিল ?
উঃ
সাকচি ।
প্রশ্নঃ২
দুটি অধাতব শিল্পের উদাহরণ দাও ?
উঃ
পেট্রোরসায়ন ও কাগজ শিল্প ।
প্রশ্নঃ৩
কোথায় মিগ বিমান তৈরী হয় ?
উঃ
অন্ধপ্রদেশের হায়দ্রাবাদে ।
প্রশ্নঃ৪
WTO শব্দের অর্থ কি ?
উঃ
World Trade Organization ( বিশ্ব বাণিজ্য সংস্থা )।
প্রশ্নঃ৫
জনসংখ্যা তত্ত্বের আবিষ্কারক কে ?
উঃ
ম্যালথাস্ ।
প্রশ্নঃ৬
জন বিবর্তন তত্ত্বের প্রবর্তক কে ?
উঃ
ওয়ারনার থম্পসন ( 1929 ) ।
প্রশ্নঃ৭
নিউজ প্রিন্ট উৎপাদনে প্রথম স্থানাধিকারী দেশ হল কোনটি ?
উঃ
কানাডা ।
প্রশ্নঃ৮
ভারতের উদীয়মান শিল্প কোনটি ?
উঃ
পেট্রোরসায়ন শিল্প ।
প্রশ্নঃ৯
ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্টকে কবে মহাকাশে পাঠানাে হয় ?
উঃ
1975 সালে ।
প্রশ্নঃ ১০
মরু উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কি হয় ?
উঃ
কাঁটায় ।
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
Comments
Post a Comment