বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্নঃ১
জামসেদপুরের পূর্বনাম কি ছিল ?
উঃ
সাকচি ।
প্রশ্নঃ২
দুটি অধাতব শিল্পের উদাহরণ দাও ?
উঃ
পেট্রোরসায়ন ও কাগজ শিল্প ।
প্রশ্নঃ৩
কোথায় মিগ বিমান তৈরী হয় ?
উঃ
অন্ধপ্রদেশের হায়দ্রাবাদে ।
প্রশ্নঃ৪
WTO শব্দের অর্থ কি ?
উঃ
World Trade Organization ( বিশ্ব বাণিজ্য সংস্থা )।
প্রশ্নঃ৫
জনসংখ্যা তত্ত্বের আবিষ্কারক কে ?
উঃ
ম্যালথাস্ ।
প্রশ্নঃ৬
জন বিবর্তন তত্ত্বের প্রবর্তক কে ?
উঃ
ওয়ারনার থম্পসন ( 1929 ) ।
প্রশ্নঃ৭
নিউজ প্রিন্ট উৎপাদনে প্রথম স্থানাধিকারী দেশ হল কোনটি ?
উঃ
কানাডা ।
প্রশ্নঃ৮
ভারতের উদীয়মান শিল্প কোনটি ?
উঃ
পেট্রোরসায়ন শিল্প ।
প্রশ্নঃ৯
ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্টকে কবে মহাকাশে পাঠানাে হয় ?
উঃ
1975 সালে ।
প্রশ্নঃ ১০
মরু উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কি হয় ?
উঃ
কাঁটায় ।
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷

Comments
Post a Comment