সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs
✸✸✸✸প্রশ্ন:১
প্রফেজ দশায় ক্রোমােজোমগুলির আকৃতিকে বলা হয়—
(a) ক্রোমাটিড
(b) ক্রোমােনিমা
(c) ক্রোমােমিয়ার
(d) সেন্ট্রোমিয়ার
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:২
গবাদি পশুর একটি ভাইরাসঘটিত রােগ হল—
(a) র্যাবিস
(b) ব্রুসেলােসিস
(c) সালমােনেল্লোসিস
(d) অ্যানথ্রাক্স
উত্তর: A
✸✸✸✸প্রশ্ন:৩
একটি সেন্ট্রোমিয়ার যুক্ত ক্রোমােজোমকে বলা হয়—
(a) পলিসেন্ট্রিক
(b) ডাইসেন্ট্রিক
(c) মনােসেন্ট্রিক
(d) আসেন্ট্রিক
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:৪
দ্বিতন্ত্রী RNA দেখা যায়—
(a) রােটা ভাইরাসে
(b) ফাজ ভাইরাসে
(c) HIV-তে
(d) TMV-তে
উত্তর: A
✸✸✸✸প্রশ্ন:৫
রক্তের গ্রুপের ক্ষেত্রে দেখা যায়—
(a) জিনের বহুরূপতা
(b) মাল্টিপল অ্যালিল
(c) সহপ্রকটতা
(d) অসম্পূর্ণ প্রকটতা
উত্তর: B
✸✸✸✸প্রশ্ন:৬
মাইক্রোস্ফিয়ারের নামকরণ করেন—
(a) ফক্স
(b) ডারউইন
(c) হ্যালডেন
(d) ওপারিন
উত্তর: A
✸✸✸✸প্রশ্ন:৭
মিয়ােসিস বিভাজনের অ্যানাফেজ I দশায় দেখা যায়—
(a) মেনাড
(b) ডায়াড
(c) টেট্রাড
(d) কোনােটিই নয়
উত্তর: B
✸✸✸✸প্রশ্ন:৮
লঘু মস্তিষ্কের অপর নাম—
(a) মেডালা অবলংগাটা
(b) সেরিব্রাম
(c) সেরিবেলাম
(d) অপটিক লােব
উত্তর: C
✸✸✸✸প্রশ্ন:৯
J-আকৃতির ক্রোমােজোমকে বলা হয়—
(a) টেলােসেন্ট্রিক
(b) অ্যাক্রোসেন্ট্রিক
(c) সাবমেটাসেন্ট্রিক
(d) মেটাসেন্ট্রিক
উত্তর: B
✸✸✸✸প্রশ্ন:১০
ক্রোমােজোমের উভয় প্রান্তভাগকে বলা হয়—
(a) ক্রোমাটিড
(b) কাইনেটোকোর
(c) টেলােমিয়ার
(d) স্যাটেলাটি
উত্তর: C
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ১৬[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ১৮[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment