নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs
✵✵✵প্রশ্ন:১
ভালভা দেখা যায়—
(a) স্তনে
(b) যােনিতে
(c) জরায়ুতে
(d) ডিম্বনালিতে
উত্তর: B
✵✵✵প্রশ্ন:২
মেন্থা হল একপ্রকার—
(a) ঊর্ধ্বধাবক
(b) বক্রধাবক
(c) খর্বধাবক
(d) ধাবক
উত্তর: B
✵✵✵প্রশ্ন:৩
ইনহিবিন ক্ষরণ করে—
(a) টিউনিকা অ্যালবুজিনিয়া
(b) লেডিগ কোশ
(c) শুক্রাণু উৎপাদক নালিকা
(d) সারটোলি কোশ
উত্তর: A
✵✵✵প্রশ্ন:৪
রিকসিয়া হল একপ্রকার—
(a) শৈবাল
(b) ছত্রাক
(c) ব্রায়ােফাইটা
(d) কোনোটিই নয়
উত্তর: C
✵✵✵প্রশ্ন:৫
ক্লিভেজ বহুভ্রূণতা দেখা যায়—
(a) পাইনে
(b) প্লামবাগােয়
(c) ইউনিসাসে
(d) লেবুতে
উত্তর: D
✵✵✵প্রশ্ন:৬
সংযুক্তি দেখা যায়—
(a) সপুষ্পক উদ্ভিদে
(b) প্যারামোসিয়ামে
(c) মনােসিস্টিসে
(d) মিউকরে
উত্তর: B
✵✵✵প্রশ্ন:৭
ইস্ট্রোজেন ক্ষরণ করে—
(a) ডিম্বথলি
(b) প্রজনন কলাস্তর
(c) আন্তরকোশ
(d) পীতগ্রন্থি
উত্তর: C
✵✵✵প্রশ্ন:৮
অপূর্ণ শুক্রাণু বলা হয়—
(a) প্রাইমারি স্পার্মাটোসাইটকে
(b) স্পার্মাটিডকে
(c) স্পার্মাটোগেনিয়াকে
(d) স্পার্মাটোজোয়াকে
উত্তর: B
✵✵✵প্রশ্ন:৯
বৃতির মতাে পুষ্পপুট দেখা যায়—
(a) রাস্নায়
(b) লিলিতে
(c) রজনিগন্ধায়
(d) নারকেলে
উত্তর: D
✵✵✵প্রশ্ন:১০
শুক্রাণু উৎপাদন করে—
(a) কাউপার্স গ্রন্থি
(b) প্রােস্টেট গ্রন্থি
(c) শুক্রাশয়
(d) শুক্রনালি
উত্তর: C
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment