সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs
✵✵✵প্রশ্ন:১
বর্তমান মানুষের সঙ্গে কার বেশি মিল পাওয়া যায় ?
(a) নিয়ানডারথাল মানুষ
(b) ক্রোম্যাগনন মানুষ
(c) জাভা মানুষ
(d) অস্ট্রালােপিথেকাস
উত্তর: B
✵✵✵প্রশ্ন:২
হেলােবিয়াল সস্য দেখা যায়—
(a) ধুতুরায়
(b) জানকায়
(c) পিটুনিয়ায়
(d) লংকাজবায়
উত্তর: B
✵✵✵প্রশ্ন:৩
ভাইরাস প্রতিরােধকারী একটি ট্রান্সজেনিক উদ্ভিদ—
(a) টম্যাটো
(b) স্কোয়াশ
(c) সয়াবিন
(d) ভুট্টা
উত্তর: B
✵✵✵প্রশ্ন:৪
কাঠিপােকা একটি কাঠির রূপ ধারণ করলে যেই অনুকৃতিকে বলা হয়—
(a) সতর্কতামূলক অনুকৃতি
(b) গােপন অনুকৃতি
(c) আক্রমণাত্মক অনুকৃতি
(d) রক্ষণাত্মক অনুকৃতি
উত্তর: B
✵✵✵প্রশ্ন:৫
কোনটি জেনেটিক কোডের বৈশিষ্ট্য নয় ?
(a) পােলারিটি
(b) ওভারল্যাপিং
(c) সার্বিক ও ডিজেনারেট
(d) ট্রিপলেট
উত্তর: B
✵✵✵প্রশ্ন:৬
চলরেণু দেখা যায়—
(a) ইস্টে
(b) মিউকরে
(c) পেনিসিলিয়ামে
(d) ক্ল্যামাইডােমােনাসে
উত্তর: D
✵✵✵প্রশ্ন:৭
অ্যারাের্যাল হল—
(a) জোনাকি
(b) প্যাঁচা
(c) বুবালকাস
(d) প্রজাপতি
উত্তর: C
✵✵✵প্রশ্ন:৮
গুড়িকন্দ দেখা যায়—
(a) কচু-তে
(b) চন্দ্রমল্লিকায়
(c) লেবু-তে
(d) আখে
উত্তর: A
✵✵✵প্রশ্ন:৯
মূলযুক্ত নিমজ্জিত জলজ উদ্ভিদ—
(a) অ্যাজোলা
(b) শালুক
(c) পানিফল
(d) হাইড্রিলা
উত্তর: D
✵✵✵প্রশ্ন:১০
ডারউইনের মতবাদ নীচের কোটি ব্যাখ্যা দিতে পারেনি ?
(a) প্রকরণের উৎস
(b) যােগ্যতমের উদবর্তন
(c) অত্যধিক বংশবৃদ্ধি
(d) প্রকৃতির ক্রিয়া
উত্তর: A
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ৮[PREV]
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ১০[NEXT]
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment