নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs
✵✵✵প্রশ্ন:১
স্পাইরুলিনা কী ?
(a) একক কোশ প্রােটিন
(b) বায়ােপেস্টিসাইড
(c) বায়ােফার্টিলাইজার
(d) খাদ্যোপযােগী ছত্রাক
উত্তর: A
✵✵✵প্রশ্ন:২
প্রথম কৃত্রিম ক্লোনিং ভেক্টর কোনটি ?
(a) pBR 322
(b) MI3
(c) কসমিড ভেক্টর
(d) ফাজমিড ভেক্টর
উত্তর: A
✵✵✵প্রশ্ন:৩
বৃহৎ DNA অণুর ক্লোনিং-এর ক্ষেত্রে কোন্ ভেক্টর ব্যবহার করা হয় ?
(a) কসমিড
(b) Ti প্লাসমিড
(c) ব্যাকটেরিওফাজ
(d) প্লাসমিড
উত্তর: A
✵✵✵প্রশ্ন:৪
ভারতবর্ষে হটস্পটের সংখ্যা কত ?
(a) 4
(b) 1
(c) 2
(d) 3
উত্তর: C
✵✵✵প্রশ্ন:৫
মানুষের কোন্ পূর্বপুরুষ সর্বপ্রথম সােজা হয়ে দাঁড়াতে পেরেছিল ?
(a) পিকিং মানব
(b) ক্লো-ম্যাগনন
(c) অস্ট্রালােপিথেকাস
(d) Hono erectus
উত্তর: D
✵✵✵প্রশ্ন:৬
VAM কথাটির পুরাে অর্থ কী ?
(a) Variable Adenine Mutation
(b) Vitamins And Minerals
(c) Vesicular Arbuscular Mycorrhiza
(d) Variable Associative Mutualism
উত্তর: C
✵✵✵প্রশ্ন:৭
Bt তুলাের ক্ষেত্রে ‘Bt’ কী ?
(a) উৎকৃষ্ট টাইপের ব্যাকটেরিয়া
(b) বায়ােটেকনােলজি
(c) Bacillus thuringiensis
(d) Bicillus tomentosa
উত্তর: C
✵✵✵প্রশ্ন:৮
ধোঁয়াশার প্রধান উপাদান কোনটি ?
(a) PNB
(b) PAN
(c) O3
(d) (b) ও (c) উভয়েই
উত্তর: D
✵✵✵প্রশ্ন:৯
ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল শুরু হয় কাদের দ্বারা ?
(a) ব্যাকটেরিয়া
(b) শৈবাল
(c) প্রােটোজোয়া
(d) ভাইরাস
উত্তর: A
✵✵✵প্রশ্ন:১০
কোন্ ইমিউনােগ্লোবিউলিন প্লাসেন্টা ভেদ করতে পারে ?
(a) IgG
(b) IgE
(c) IgM
(d) IgA
উত্তর: A
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
Comments
Post a Comment