ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs
✵✵✵প্রশ্ন:১
স্পাইরুলিনা কী ?
(a) একক কোশ প্রােটিন
(b) বায়ােপেস্টিসাইড
(c) বায়ােফার্টিলাইজার
(d) খাদ্যোপযােগী ছত্রাক
উত্তর: A
✵✵✵প্রশ্ন:২
প্রথম কৃত্রিম ক্লোনিং ভেক্টর কোনটি ?
(a) pBR 322
(b) MI3
(c) কসমিড ভেক্টর
(d) ফাজমিড ভেক্টর
উত্তর: A
✵✵✵প্রশ্ন:৩
বৃহৎ DNA অণুর ক্লোনিং-এর ক্ষেত্রে কোন্ ভেক্টর ব্যবহার করা হয় ?
(a) কসমিড
(b) Ti প্লাসমিড
(c) ব্যাকটেরিওফাজ
(d) প্লাসমিড
উত্তর: A
✵✵✵প্রশ্ন:৪
ভারতবর্ষে হটস্পটের সংখ্যা কত ?
(a) 4
(b) 1
(c) 2
(d) 3
উত্তর: C
✵✵✵প্রশ্ন:৫
মানুষের কোন্ পূর্বপুরুষ সর্বপ্রথম সােজা হয়ে দাঁড়াতে পেরেছিল ?
(a) পিকিং মানব
(b) ক্লো-ম্যাগনন
(c) অস্ট্রালােপিথেকাস
(d) Hono erectus
উত্তর: D
✵✵✵প্রশ্ন:৬
VAM কথাটির পুরাে অর্থ কী ?
(a) Variable Adenine Mutation
(b) Vitamins And Minerals
(c) Vesicular Arbuscular Mycorrhiza
(d) Variable Associative Mutualism
উত্তর: C
✵✵✵প্রশ্ন:৭
Bt তুলাের ক্ষেত্রে ‘Bt’ কী ?
(a) উৎকৃষ্ট টাইপের ব্যাকটেরিয়া
(b) বায়ােটেকনােলজি
(c) Bacillus thuringiensis
(d) Bicillus tomentosa
উত্তর: C
✵✵✵প্রশ্ন:৮
ধোঁয়াশার প্রধান উপাদান কোনটি ?
(a) PNB
(b) PAN
(c) O3
(d) (b) ও (c) উভয়েই
উত্তর: D
✵✵✵প্রশ্ন:৯
ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল শুরু হয় কাদের দ্বারা ?
(a) ব্যাকটেরিয়া
(b) শৈবাল
(c) প্রােটোজোয়া
(d) ভাইরাস
উত্তর: A
✵✵✵প্রশ্ন:১০
কোন্ ইমিউনােগ্লোবিউলিন প্লাসেন্টা ভেদ করতে পারে ?
(a) IgG
(b) IgE
(c) IgM
(d) IgA
উত্তর: A
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵

Comments
Post a Comment