ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs
✵✵✵প্রশ্ন:১
সপুষ্পক উদ্ভিদে পুংলিঙ্গধর উদ্ভিদ তৈরি হয়—
(a) ফল থেকে
(b) বীজ থেকে
(c) পরাগরেণু থেকে
(d) জাইগােট থেকে
উত্তর: C
✵✵✵প্রশ্ন:২
আদ্যপ্রাণী ঘটিত রােগ—
(a) অ্যাসপারজিলােসিস
(b) ককসিডিয়োসিস
(c) পুলােরাম
(d) বটুলিজম্
উত্তর: B
✵✵✵প্রশ্ন:৩
স্ত্রী জননপথে শুক্রাণুর আয়ু—
(a) 4-5 দিন
(b) 2-3 দিন
(c) 3-4 দিন
(d) 1-2 দিন
উত্তর: B
✵✵✵প্রশ্ন:৪
ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি হল—
(a) উত্তরাধিকার
(b) প্রাকৃতিক নির্বাচন
(c) স্বাধীন বন্টন
(d) পৃথকভবন
উত্তর: B
✵✵✵প্রশ্ন:৫
টিস্যু কালচারের মাধ্যমে রােগজীবাণু মুক্ত উদ্ভিদ উৎপাদনের সবচেয়ে ভালাে পদ্ধতি হল—
(a) এমব্রায়াে কালচার
(b) প্রােটো প্লাস্ট কালচার
(c) মেরিস্টেম কালচার
(d) পরাগধানী কালচার
উত্তর: C
✵✵✵প্রশ্ন:৬
কোয়ার্টান ম্যালেরিয়া সৃষ্টির কারণ—
(a) P. ovale
(b) P. malariae
(c) P. vivax
(d) P. falciparum
উত্তর: B
✵✵✵প্রশ্ন:৭
DNA পলিমারাইজেশনে বাধা দেয় যে-অ্যান্টিবায়োটিক—
(a) ন্যিমাইসিন
(b) পেনিসিলিন
(c) নোভোবায়োসিন
(d) কলিমাইসিন
উত্তর: C
✵✵✵প্রশ্ন:৮
গর্ভনিরােধক বড়ি মাসিক চক্রের কোন সময়ে গ্রহণ করা প্রয়ােজন ?
(a) 1st-28th দিন
(b) 4th-14th দিন
(c) 10th-28th দিন
(d) 5th-25th দিন
উত্তর: D
✵✵✵প্রশ্ন:৯
পিতা স্বাভাবিক এবং মাতা বাহক হলে, সন্তানদের মধ্যে হিমােফিলিয়ার সঞ্চারণ হবে—
(a) 50% পুত্র হিমােফিলিক
(b) 50% কন্যা স্বাভাবিক
(c) 50% কন্যা বাহক
(d) সবকটিই ঠিক
উত্তর: B
✵✵✵প্রশ্ন:১০
Bt টক্সিন হল—
(a) অন্তঃকোশীয় ক্সিস্টালাইন প্রােটিন
(b) বহিঃকোশীয় ক্রিস্টালাইন প্রােটিন
(c) অন্তঃকোশীয় লিপিড
(d) ফ্যাট বা লিপিড
উত্তর: B
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵
✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵✵

Comments
Post a Comment