দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs
প্রশ্ন ১
সুজাতা কি ?উত্তর।
একটি সংকর জাতীয় তুলাবীজ।
প্রশ্ন ২
বায়ুমণ্ডলে কোন গ্যাসের আধিক্য সবচেয়ে বেশি ?
উত্তর।
নাইট্রোজেন।
প্রশ্ন ৩
বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি ?
উত্তর।
ট্রপোস্ফিয়ার।
প্রশ্ন ৪
ওজোন গ্যাস কোন বায়ুস্তরে আছে ?
উত্তর।
স্ট্রাটোস্ফিয়ার।
প্রশ্ন ৫
কোন বায়ুস্তরে জ্বলন্ত উল্কা নিভে যায় ?
উত্তর।
মেসোস্ফিয়ার।
প্রশ্ন ৬
বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরের নাম কি ?
উত্তর।
থার্মোস্ফিয়ার।
প্রশ্ন ৭
বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কি ?
উত্তর।
টর্নেডো।
প্রশ্ন ৮
উপসাগরীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায় ?
উত্তর।
আটলান্টিক মহাসাগরে।
প্রশ্ন ৯
ভারত মহাসাগরীয় একটা স্রোতের নাম বলো ?
উত্তর।
মৌসুমী স্রোত।
প্রশ্ন ১০
'পৃথিবীর ছাদ' কাকে বলা হয় ?
উত্তর।
পামির মালভূমিকে।
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷

Comments
Post a Comment