নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs
প্রশ্নঃ১
ফুরাইডের প্রভাবে প্রাণীদের কোন রােগ হয় ?উঃ
ফ্লুরোসিস রােগ হয় ।
প্রশ্নঃ২
কি কারণে এথফাইসিসা রােগের সৃষ্টি হয় ?
উঃ
সালফার - ডাই - অক্সাইড দূষণের কারণে ।
প্রশ্নঃ৩
পােলিও কি ঘটিত রােগ ?
উঃ
ভাইরাস ঘটিত রােগ ।
প্রশ্নঃ৪
পেড কি ?
উঃ
মাটির কণা ও জৈব পদার্থের প্রাকৃতিক সংযােগে গঠিত মাটির অংশকে পেড বলে ।
প্রশ্নঃ৫
মাটি সৃষ্টির প্রাথমিক স্তর কি ?
উঃ
মাটি সৃষ্টির প্রাথমিক স্তর হল আবহবিকার ।
প্রশ্নঃ৬
সােলান চাক কি প্রকৃতির মাটি ?
উঃ
লবণাক্ত প্রকৃতির মাটি ।
প্রশ্নঃ৭
কোন মাটিতে PH মান ৯ এর বেশি থাকে ?
উঃ
পেডালফার মাটিতে ।
প্রশ্ন: ৮
জার্মানীতে জাতীয় রাজপথ কিনামে পরিচিত ?
উঃ
অটোবানস্ নামে পরিচিত ।
প্রশ্নঃ৯
পৃথিবীর দীর্ঘতম খাল পথ কোনটি ?
উঃ
গ্র্যান্ড খাল ।
প্রশ্নঃ১০
সমুদ্রে নির্দিষ্ট পথে নিয়মিতভাবে চলাচলকারী জাহাজকে কি বলে ?
উঃ
লাইনার বলে ।
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
Comments
Post a Comment