দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs
প্রশ্নঃ১
ফুরাইডের প্রভাবে প্রাণীদের কোন রােগ হয় ?উঃ
ফ্লুরোসিস রােগ হয় ।
প্রশ্নঃ২
কি কারণে এথফাইসিসা রােগের সৃষ্টি হয় ?
উঃ
সালফার - ডাই - অক্সাইড দূষণের কারণে ।
প্রশ্নঃ৩
পােলিও কি ঘটিত রােগ ?
উঃ
ভাইরাস ঘটিত রােগ ।
প্রশ্নঃ৪
পেড কি ?
উঃ
মাটির কণা ও জৈব পদার্থের প্রাকৃতিক সংযােগে গঠিত মাটির অংশকে পেড বলে ।
প্রশ্নঃ৫
মাটি সৃষ্টির প্রাথমিক স্তর কি ?
উঃ
মাটি সৃষ্টির প্রাথমিক স্তর হল আবহবিকার ।
প্রশ্নঃ৬
সােলান চাক কি প্রকৃতির মাটি ?
উঃ
লবণাক্ত প্রকৃতির মাটি ।
প্রশ্নঃ৭
কোন মাটিতে PH মান ৯ এর বেশি থাকে ?
উঃ
পেডালফার মাটিতে ।
প্রশ্ন: ৮
জার্মানীতে জাতীয় রাজপথ কিনামে পরিচিত ?
উঃ
অটোবানস্ নামে পরিচিত ।
প্রশ্নঃ৯
পৃথিবীর দীর্ঘতম খাল পথ কোনটি ?
উঃ
গ্র্যান্ড খাল ।
প্রশ্নঃ১০
সমুদ্রে নির্দিষ্ট পথে নিয়মিতভাবে চলাচলকারী জাহাজকে কি বলে ?
উঃ
লাইনার বলে ।
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷

Comments
Post a Comment