বহির্জাত পক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
➤➤➤প্রশ্ন-১
নিত্যবহ নদী কাকে বলে ?
উত্তর-
যে নদীতে সারাবছর জল প্রবাহিত হয়।
➤➤➤প্রশ্ন-২
ভারতের একটি নিত্যবহ নদীর উদাহরণ দাও।
উত্তর-
গঙ্গানদী।
➤➤➤প্রশ্ন-৩
নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয়সাধন করে ?
উত্তর-
অবঘর্ষ , ঘর্ষণ , জলপ্রবাহ ক্ষয় , বুদবুদ ক্ষয় , দ্রবণ প্রক্রিয়ায়।
➤➤➤প্রশ্ন-৪
নদী কী কী প্রক্রিয়ায় বহনকার্য করে ?
উত্তর-
লম্ফদান , ভাসমান , দ্রবণ ও আকর্ষণ প্রক্রিয়ায়।
➤➤➤প্রশ্ন-৫
নদী দ্বারা প্রবাহিত পদার্থকে কী বলে ?
উত্তর-
নদীর ভার।
➤➤➤প্রশ্ন-৬
চওড়া নদীর মোহনা কী নামে পরিচিত ?
উত্তর-
খাঁড়ি।
➤➤➤প্রশ্ন-৭
পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের নদীগুলিতে জলের প্রধান উৎস কোনটি ?
উত্তর-
বৃষ্টির জল।
➤➤➤প্রশ্ন-৮
ভূপৃষ্ঠে প্রবহমান জলরাশির পরিমাণ কত শতাংশ ?
উত্তর-
পৃথিবীতে পৃষ্ঠজলের শতকরা পরিমাণ মিষ্টি জলের মাত্র ১.৩ %।
➤➤➤প্রশ্ন-৯
নদীতে জলের বহমানতা বজায় থাকে কীভাবে ?
উত্তর-
জলচক্রের মাধ্যমে।
➤➤➤প্রশ্ন-১০
নদীর কোন্ গতিতে জলপ্রপাত দেখা যায় ?
উত্তর-
উচ্চগতিতে।
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
বহির্জাত পক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ - সেট ২[NEXT]
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
Comments
Post a Comment