দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পদার্থবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন ১
মরিচা কী জাতীয় বিক্রিয়া ?উত্তর।
জারণ বিক্রিয়া।
প্রশ্ন ২
ভিনিগার বা সির্কা কী ?
উত্তর।
অ্যাসিটিক অ্যাসিডের লঘু দ্রবন।
প্রশ্ন ৩
জলের সঙ্গে সাবান মিশিয়ে নাড়ালে ফেনার সৃষ্টি হয় কেন ?
উত্তর।
জলের সঙ্গে সাবান মেশালে জলের পৃষ্ঠটান হ্রাস পায় এবং সেই কারনেই সাবান মিশ্রিত জলে স্থায়ী গোলাকার বুদ্ বুদ্ সৃষ্টি হতে পারে। একেই সাবানের ফেনা বলে।
প্রশ্ন ৪
পিচব্লেন্ড কী ?
উত্তর।
ইউরেনিয়ামের আকরিক।
প্রশ্ন ৫
দুটি সন্ধিগত মৌলের নাম করো।
উত্তর।
ম্যাঙ্গানিজ (Mn) ও তামা (Cu) ।
প্রশ্ন ৬
হিলিয়ামের যোজ্যতা কত ?
উত্তর।
০ (শূন্য)
প্রশ্ন ৭
মিউরিয়েটিক অ্যাসিড কাকে বলা হয়।
উত্তর।
হাইড্রোক্লোরিক অ্যাসিডের জ্বলীয় দ্রবন কে।
প্রশ্ন ৮
কোন্ অ্যাসিড লোহা এবং অ্যালুমিনিয়ামকে নিষ্ক্রিয় করে ?
উত্তর।
ধূমায়মান নাইট্রিক অ্যাসিড।
প্রশ্ন ৯
'অয়েল অফ ভিট্রিয়ল' কোন্ অ্যাসিড কে বলা হয় ?
উত্তর।
সালফিউরিক অ্যাসিড।
প্রশ্ন ১০
কোন্ অ্যাসিড সবচেয়ে কম উদ্বায়ী?
উত্তর।
সালফিউরিক অ্যাসিড।
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
Comments
Post a Comment