দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পদার্থবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন ১
থার্মিট পদ্ধতিতে কোন ধাতু ব্যবহৃত হয়?উত্তর।
অ্যালুমিনিয়াম।
প্রশ্ন ২
রুজ কী?
উত্তর।
লাল রঙের সূক্ষ্ম ফেরিক অক্সাইড চূর্ণকে রুজ বলে
প্রশ্ন ৩
মরিচাহীন ইস্পাতের উপাদান কী কী ?
উত্তর।
Cr, Fe এবং C।
প্রশ্ন ৪
জার্মান সিলভারে কী পরিমাণ সিলভার আছে?
উত্তর।
0% ( কোনো সিলভার নেই )।
প্রশ্ন ৫
তড়িৎচুম্বক তৈরিতে কোন্ লোহা ব্যবহৃত হয়?
উত্তর।
রট আয়রন।
প্রশ্ন ৬
'কার্বন ব্ল্যাক ' কী?
উত্তর।
মিথেনকে কম বায়ুতে পোড়ালে 'কার্বন ব্ল্যাক ' উৎপন্ন হয়।
প্রশ্ন ৭
অ্যাসপিরিন প্রস্তুতিতে ব্যবহৃত জৈব যৌগের নাম কী?
উত্তর।
ফেনল।
প্রশ্ন ৮
আয়নায় রুপোর প্রলেপ দিতে কোন্ জৈব যৌগ ব্যবহৃত হয়?
উত্তর।
গ্লুকোজ।
প্রশ্ন ৯
ইউরিয়া অপর কী নামে পরিচিত?
উত্তর।
কার্বামাইড।
প্রশ্ন ১০
রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হলে একটি বিশেষ গন্ধ পাওয়া যায়। এই গন্ধটি কোন্ পদার্থ থেকে আসে ?
উত্তর।
দুর্গন্ধযুক্ত মারক্যাপটান যৌগ।
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤

Comments
Post a Comment