দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পদার্থবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন ১
তাপ গ্রহণ করলে বস্তুর অণুগুলির কী পরিবর্তন হয়?
উত্তর।
তাপ গ্রহণ করলে বস্তুর অণুগুলির গতিশক্তি তথা গতিবেগ বাড়ে।
প্রশ্ন ২
কোনো বস্তুর তাপগ্রাহিতা 100 ক্যালোরি হলে ওই বস্তুর জলসম কত?
উত্তর।
ওই বস্তুর জলসম 100 গ্রাম।
প্রশ্ন ৩
SI স্বীকৃত তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত?
উত্তর।
SI স্বীকৃত তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক J এর মান = 1
প্রশ্ন ৪
কোনো বস্তুর একক ভরের তাপগ্রাহিতাকে কী বলে?
উত্তর।
আপেক্ষিক তাপ।
প্রশ্ন ৫
কোনো লেন্সের ক্ষমতা -4D হলে, লেন্সটি উত্তল না অবতল?
উত্তর।
অবতল লেন্স।
প্রশ্ন ৬
বর্ণালী গঠনের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দাও।
উত্তর।
রংধনু।
প্রশ্ন ৭
সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাসটির নাম কী ?
উত্তর।
হিলিয়াম (He) ।
প্রশ্ন ৮
সর্বাপেক্ষা নমনীয় ধাতুর নাম কী ?
উত্তর।
সোনা (Au) ।
প্রশ্ন ৯
সবচেয়ে ভারী অধাতুর নাম কী ?
উত্তর।
আয়োডিন ।
প্রশ্ন ১০
প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এমন দুটি মৌলের নাম বলো।
উত্তর।
সোনা (Au) এবং প্ল্যাটিনাম (Pt) ।
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤

Comments
Post a Comment