পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
SNP–এর প্রকল্পে কে খাদ্য সরবরাহ করে ?
উত্তর: World Food Programme।
প্রশ্ন:২
কোন্ পরিকল্পনা কালে ICDS প্রকল্প চালু হয় ?
উত্তর: পঞ্চম।
প্রশ্ন:৩
পশ্চিমবঙ্গে প্রথম কোথায় কোথায় ICDS প্রকল্প চালু হয় ?
উত্তর: কলকাতার খিদিরপুরে ও পুরুলিয়ার মানবাজারে।
প্রশ্ন:৪
ICDS প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর: ইন্দিরা গান্ধী।
প্রশ্ন:৫
SNP-এর পুরো নাম কি ?
উত্তর: Special Nutrition Programme।
প্রশ্ন:৬
মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে ?
উত্তর: ১৯৯৫ সালে।
প্রশ্ন:৭
ICDS প্রকল্পে শিশুকে যে প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হল—
উত্তর: প্রথা বহির্ভূত শিক্ষা।
প্রশ্ন:৮
ICDS-এ SNP কোন্ দপ্তরের সুপারিশে চালু হয় ?
উত্তর: ভারতীয় সমাজ কল্যান দপ্তরের সুপারিশে।
প্রশ্ন:৯
পদমর্যাদার ভিত্তিতে কে সবার উপরে ?
উত্তর: CDPO।
প্রশ্ন:১০
রাষ্ট্রপুঞ্জ কোন্ প্রকল্পের জন্য ২০১৭ সালে পশ্চিমবঙ্গকে জন পরিষেবা পুরষ্কারে সম্মানিত করে ?
উত্তর: কন্যাশ্রী।
Comments
Post a Comment