পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল—
উত্তর: K2।
প্রশ্ন:২
ভারতীয় লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে কোথা থেকে ?
উত্তর: বাইলাডিলা।
প্রশ্ন:৩
সাতপুরা হল—
উত্তর: স্তুপ পর্বত।
প্রশ্ন:৪
‘আধুনিক শিল্প দানব’ বলা হয় কোন্ শিল্পকে ?
উত্তর: পেট্রোরাসায়নিক।
প্রশ্ন:৫
গুজরাটের প্রধান বন্দর হল—
উত্তর: কান্ডলা।
প্রশ্ন:৬
স্কার্ভি রোগ প্রতিহত হয় কোন্ ভিটামিন দ্বারা ?
উত্তর: ভিটামিন C।
প্রশ্ন:৭
ভারতে চা উপাদনে কোন্ রাজ্যের স্থান প্রথম ?
উত্তর: অসম।
প্রশ্ন:৮
ভারতীয় চলচ্চিত্র জগতে কে ‘ট্র্যাজিক রাজা’ নামে পরিচিত ?
উত্তর: রাজ কাপুর।
প্রশ্ন:৯
শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত—
উত্তর: কাবেরী নদীতে।
প্রশ্ন:১০
ওস্তাদ আলী খান কোন্ বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত ?
উত্তর: সেতার।
Comments
Post a Comment