পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
Economic Drain Theory-এর প্রবক্তা কে ?
উত্তর: দাদাভাই নওরোজি।
প্রশ্ন:২
India Wins Freedom বই টি কার লেখা ?
উত্তর: মৌলনা আবুল কালাম আজাদ।
প্রশ্ন:৩
পঞ্চনদীর দেশ কাকে বলা হয়—
উত্তর: পাঞ্জাব।
প্রশ্ন:৪
‘খামস’ শব্দের অর্থ হল—
উত্তর: যুদ্ধে লুণ্ঠিত দ্রব্য।
প্রশ্ন:৫
সিরাস মেঘের বৈশিষ্ট্য—
উত্তর: এতে বৃষ্টিপাত হয় না।
প্রশ্ন:৬
শ্বসন কালে কয়টি ATP অনু উৎপন্ন হয়—
উত্তর: ৩৮ টি।
প্রশ্ন:৭
কোন্ সম্রাটের আমলে রাজস্ব বিভাগের করনিকদের কারকুণ বলা হত—
উত্তর: শিবাজি।
প্রশ্ন:৮
ভূমিকম্পের তীব্রতামাপক যন্ত্র ?
উত্তর: রিখটার স্কেল।
প্রশ্ন:৯
আধুনিক চীনের জনক কাকে বলা যায় ?
উত্তর: সান ইয়াৎ সেন কে।
প্রশ্ন:১০
থ্যালাসেমিয়া দিবস পালিত হয় কত তারিখে ?
উত্তর: ৮ ই মে।
Comments
Post a Comment