পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
সূর্যালোকের উপস্থিতিতে সুর্য্যমুখীর প্রস্ফুটন কী ধরনের চলন ?
উত্তর: ফটোন্যাস্টি।
প্রশ্ন:২
দেহের BMR নিয়ন্ত্রিত হয় যে হরমোনের প্রভাবে তা হল—
উত্তর: থাইরক্সিন।
প্রশ্ন:৩
কোন্ হরমোনটির অভাবে মূত্রে জলের পরিমান বৃদ্ধি পায় ?
উত্তর: ADH।
প্রশ্ন:৪
গ্লুকাগন হরমোন ক্ষরিত হয় কোন্ গ্রন্থি থেকে ?
উত্তর: অগ্ন্যাশয়।
প্রশ্ন:৫
কোন্ হরমোনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে ?
উত্তর: ইনসুলিন।
প্রশ্ন:৬
ট্রপিক চলনে সাহায্যকারী উদ্ভিদ হরমোনটির নাম কী ?
উত্তর: অক্সিন।
প্রশ্ন:৭
ইউগ্লিনার গমনাঙ্গ হলো—
উত্তর: ফ্লাজেলা।
প্রশ্ন:৮
পায়রার বায়ু থলির সংখ্যা—
উত্তর: ৯ টি।
প্রশ্ন:৯
সূর্যশিশিরের পাতা পতঙ্গের সংস্পর্শে এলে পতঙ্গের দিকে বেঁকে যায় এইপ্রকার চলনকে বলে—
উত্তর: কেমোন্যাস্টি।
প্রশ্ন:১০
পর্বমধ্যের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন কোনটি ?
উত্তর: জিব্বেরালিন।
Comments
Post a Comment