নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের নীচের দিকে ক্ষয়কাজ বেশি করে বলে নদী-খাত প্রথমে '।'
ভারতে সুলতানি ও মোগল যুগের ইতিবৃত্ত
প্রশ্ন:১
মনসবদারী প্রথা কী ?
উত্তর:
‘মনসব’ কথাটির আক্ষরিক অর্থ ‘পদমর্যাদা’।কুরেশীর মতে কার্যকরী অর্থে ‘মনসব’ এমন একটি পদ ছিল যার সঙ্গে বেশ কিছু নিয়ম ও দায়িত্ব সংযুক্ত হয়। আকবরের আমলে বিশেষ পদমর্যাদাযুক্ত ও দায়িত্বপূর্ণ কর্মচারী নিয়োগের যে প্রথা চালু হয় তা–ই ‘মনসবদারী প্রথা’ নামে পরিচিত।
প্রশ্ন:২
ভারতে মোগল সাম্রাজ্যের পতনের দুটি কারণ উল্লেখ করো।
উত্তর:
মোগল সাম্রাজ্যের পতনের একটি কারণ হল ঔরঙ্গজেবের পরবর্তী সম্রাটদের দুর্বলতা। আর একটি কারণ হল ১৭৩৯ খ্রিস্টাব্দে নাদির শাহের ভারত আক্রমণ।
প্রশ্ন:৩
শাহজাহানের পর কে দিল্লির সিংহাসন দখল করেন ? কত খ্রিস্টাব্দে তাঁর মৃত্যু হয় ?
উত্তর:
শাহজাহানের পর ঔরঙ্গজেব দিল্লির সিংহাসন দখল করেন। ১৭০৭ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়।
প্রশ্ন:৪
কার রাজত্বকালে তৈমুর লঙ ভারত আক্রমণ করেন ?
উত্তর:
তুঘলক বংশের শেষ সুলতান নাসিরউদ্দিন মামুদ শাহের রাজত্বকালে তৈমুর লঙ ভারত আক্রমণ করেন।
প্রশ্ন:৫
পুরন্দরের সন্ধি (১৬৬৫ খ্রি.) কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:
পুরন্দরের সন্ধি শিবাজী ও ঔরঙ্গজেব-এর মধ্যে হয়েছিল।
প্রশ্ন:৬
‘ইবাদতখানা’ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল ?
উত্তর:
সম্রাট আকবর ধর্ম বিষয়ে আলোচনার জন্য ফতেপুর সিক্রিতে ‘ইবাদতখানা’ নির্মাণ করেন। বিভিন্ন ধর্মের জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে সম্রাট সেখানে ধর্ম আলোচনা করতেন।
প্রশ্ন:৭
নাদির শাহ্ কে ছিলেন ? তিনি কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন ?
উত্তর:
নাদির শাহ্ ছিলেন পারস্যের সম্রাট। তিনি ১৭৩৯ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন।
প্রশ্ন:৮
কত খ্রিস্টাব্দে এবং কোন্ যুদ্ধে আরবের মুসলমানদের কাছে সিন্ধুর রাজা দাহির পরাজিত হন ?
উত্তর:
৭১২ খ্রিস্টাব্দে আরবের মুসলমানদের কাছে সিন্ধুর রাজা দাহির পরাজিত হন। তিনি রাওরের যুদ্ধে পরাজিত ও নিহত হন।
প্রশ্ন:৯
লোদি বংশের প্রতিষ্ঠাতার নাম কী ? এই বংশের শেষ সুলতান কে ছিলেন ?
উত্তর:
লোদি বংশের প্রতিষ্ঠাতার নাম বহ্লুল লোদি। লোদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি।
প্রশ্ন:১০
তৈমুর লঙ–এর ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল ?
উত্তর:
তৈমুর লঙ–এর ভারত আক্রমণের উদ্দেশ্য ছিল ভারতের ধনসম্পদ লুঠ করা।
Comments
Post a Comment