দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
ভারতে সুলতানি ও মোগল যুগের ইতিবৃত্ত
প্রশ্ন:১
মনসবদারী প্রথা কী ?
উত্তর:
‘মনসব’ কথাটির আক্ষরিক অর্থ ‘পদমর্যাদা’।কুরেশীর মতে কার্যকরী অর্থে ‘মনসব’ এমন একটি পদ ছিল যার সঙ্গে বেশ কিছু নিয়ম ও দায়িত্ব সংযুক্ত হয়। আকবরের আমলে বিশেষ পদমর্যাদাযুক্ত ও দায়িত্বপূর্ণ কর্মচারী নিয়োগের যে প্রথা চালু হয় তা–ই ‘মনসবদারী প্রথা’ নামে পরিচিত।
প্রশ্ন:২
ভারতে মোগল সাম্রাজ্যের পতনের দুটি কারণ উল্লেখ করো।
উত্তর:
মোগল সাম্রাজ্যের পতনের একটি কারণ হল ঔরঙ্গজেবের পরবর্তী সম্রাটদের দুর্বলতা। আর একটি কারণ হল ১৭৩৯ খ্রিস্টাব্দে নাদির শাহের ভারত আক্রমণ।
প্রশ্ন:৩
শাহজাহানের পর কে দিল্লির সিংহাসন দখল করেন ? কত খ্রিস্টাব্দে তাঁর মৃত্যু হয় ?
উত্তর:
শাহজাহানের পর ঔরঙ্গজেব দিল্লির সিংহাসন দখল করেন। ১৭০৭ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়।
প্রশ্ন:৪
কার রাজত্বকালে তৈমুর লঙ ভারত আক্রমণ করেন ?
উত্তর:
তুঘলক বংশের শেষ সুলতান নাসিরউদ্দিন মামুদ শাহের রাজত্বকালে তৈমুর লঙ ভারত আক্রমণ করেন।
প্রশ্ন:৫
পুরন্দরের সন্ধি (১৬৬৫ খ্রি.) কাদের মধ্যে হয়েছিল ?
উত্তর:
পুরন্দরের সন্ধি শিবাজী ও ঔরঙ্গজেব-এর মধ্যে হয়েছিল।
প্রশ্ন:৬
‘ইবাদতখানা’ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল ?
উত্তর:
সম্রাট আকবর ধর্ম বিষয়ে আলোচনার জন্য ফতেপুর সিক্রিতে ‘ইবাদতখানা’ নির্মাণ করেন। বিভিন্ন ধর্মের জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে সম্রাট সেখানে ধর্ম আলোচনা করতেন।
প্রশ্ন:৭
নাদির শাহ্ কে ছিলেন ? তিনি কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন ?
উত্তর:
নাদির শাহ্ ছিলেন পারস্যের সম্রাট। তিনি ১৭৩৯ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন।
প্রশ্ন:৮
কত খ্রিস্টাব্দে এবং কোন্ যুদ্ধে আরবের মুসলমানদের কাছে সিন্ধুর রাজা দাহির পরাজিত হন ?
উত্তর:
৭১২ খ্রিস্টাব্দে আরবের মুসলমানদের কাছে সিন্ধুর রাজা দাহির পরাজিত হন। তিনি রাওরের যুদ্ধে পরাজিত ও নিহত হন।
প্রশ্ন:৯
লোদি বংশের প্রতিষ্ঠাতার নাম কী ? এই বংশের শেষ সুলতান কে ছিলেন ?
উত্তর:
লোদি বংশের প্রতিষ্ঠাতার নাম বহ্লুল লোদি। লোদি বংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি।
প্রশ্ন:১০
তৈমুর লঙ–এর ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল ?
উত্তর:
তৈমুর লঙ–এর ভারত আক্রমণের উদ্দেশ্য ছিল ভারতের ধনসম্পদ লুঠ করা।
Comments
Post a Comment