বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs
পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।
প্রশ্ন:১
এরােফ্লোট কোন দেশের বিমান সংস্থা ?
উঃ
রাশিয়ার বিমান সংস্থা ।
প্রশ্নঃ২
বর্তমানে পৃথিবীর প্রায় কত শতাংশ মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে ?
উঃ
৫১ শতাংশ মানুষ ।
প্রশ্নঃ৩
প্রথম সারির খাদকদের কি বলে ?
উঃ
শাকাহারী বলে ।
প্রশ্নঃ৪
পরিবেশ ভেদে জীবের আকার ও আচরণের পরিবর্তনকে কি বলে ?
উঃ
ইকোক্লাইন বলে ।
প্রশ্নঃ৫
সমগ্র জীব মন্ডলের অস্তিত্ব পরিলক্ষিত হয় সমুদ্র পৃষ্ঠ থেকে কত মিটার উচ্চতা পর্যন্ত ?
উঃ
৬০০০ মিটার উচ্চতা পর্যন্ত ।
প্রশ্নঃ৬
শিথিল শিলাচূর্ণের স্তরটি কোন হরাইজনের অন্তর্গত ?
উঃ
C হরাইজনের অর্ন্তগত ।
প্রশ্নঃ৭
মাটি গঠনে আদিশিলার প্রভাব বেশি হলে কোন মাটির সৃষ্টি হয় ?
উঃ
আন্তঃ আঞ্চলিক মাটির সৃষ্টি হয় ।
প্রশ্নঃ৮
মাটি গঠনের সবাধিক গুরুত্বপূর্ণ সক্রিয় উপাদান কি ?
উঃ
জলবায়ু ।
প্রশ্নঃ৯
অনুস্রবণের ফলে কোন মাটি গঠিত হয় ?
উঃ
পেভালফার মাটি গঠিত হয় ।
প্রশ্নঃ১০
Comments
Post a Comment