বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs
পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।
প্রশ্নঃ১
দঃপূর্ব এশিয়ায় কোন কৃষির প্রচলন সর্বাধিক ?
উঃ
নিবিড় কৃষি পদ্ধতি ।
প্রশ্নঃ২
মৌসুমী জলবায়ু অঞ্চলের ধান চাষ কোন কৃষি ব্যবস্থার অন্তর্গত ?
উঃ
নিবিড় বা প্রগাঢ় কৃষি ।
প্রশ্নঃ৩
মিশরে গ্রীষ্মকালীন কৃষি ঋতুটির নাম কি ?
উঃ
সেফি ।
প্রশ্নঃ৪
বিশ্বের কাগজের রাজধানী কাকে বলে ?
উঃ
কানাডার কুইবেক প্রদেশের থ্রি রিডার্স শহরকে ।
প্রশ্নঃ৫
চা শিল্পকে এমভিত্তিক শিল্প বলে কেন ?
উঃ
কারণ চা শিল্পের সূচনা অর্থাৎ চা পাতা সংগ্রহ থেকে প্যাকিং করা পর্যন্ত প্রচুর শ্রমিকের প্রয়ােজন ।
প্রশ্নঃ৬
সবুজ চা কোন দেশে বেশি উৎপাদন হয়?
উঃ
চীন দেশে ।
প্রশ্নঃ৭
জাপানের দুটি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখ ।
উঃ
১.ইয়োকোহামা
২.ইয়া ওয়াটা
প্রশ্নঃ৮
ভারতের ইস্পাত নগরী কাকে বলে ?
উঃ
জামশেদপুর কে ।
প্রশ্নঃ৯
পৃথিবীর রাসায়নিক রাজধানী কোনটি ?
উঃ
আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার রাজ্যের উইলমিৎটন শহর ।
প্রশ্নঃ১০
ভারতের বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্প কোথায় গড়ে উঠেছে ?
উঃ
গুজরাটের জাম নগরে ।
পরবর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।
Thanks
ReplyDelete