বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
প্রশ্নঃ১
ভৌগােলিক পরিবেশের প্রভাব ” গ্রস্থটির রচয়িতা কে ?
উঃ
ই . সি . সেম্পল ।
প্রশ্নঃ২
জীবমন্ডলের ওপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব সর্বপ্রথম আলােকপাত করেন কে ?
উঃ
চার্লস ডারউইন ।
প্রশ্নঃ৩
আকাশের রং নীলাভ প্রকৃতির হয় কেন ?
উঃ
সূর্যরশ্মির ধুলিকণায় প্রতিফলন ও বিচ্ছুরণের জন্য ।
প্রশ্নঃ৪
কোন রশ্মি ও কোন গ্যাসের আয়রণ জীবকূলকে রক্ষা করে ?
উঃ
অতি বেগুনি রশ্মি ।
প্রশ্নঃ৫
কিসের ফলে ইউট্রোফিকেশন হয় ?
উঃ
জলদূষণের ফলে ।
প্রশ্নঃ৬
প্যাথােজেন ( Pathogen ) কি ?
উঃ
বিভিন্ন ধরণের রোগ সৃষ্টিকারী জীবকে প্যাথােজেন বলে ।
প্রশ্নঃ৭
বায়ুদূষণ নিয়ন্ত্রণকারী দুটি যন্ত্রের নাম লেখ ।
উঃ
ক ) ফিলটার এবং খ ) ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ।
প্রশ্নঃ৮
C.F.C - এর বাণিজ্যিক নাম কি ?
উঃ
CFC এর বাণিজ্যিক নাম ফ্রেয়ন ।
প্রশ্নঃ৯
পরিপােষক দূষণ কি ?
উঃ
কোন জলজ বাস্তুতন্ত্রে পুষ্টিকর পদার্থের অধিক সঞ্চয়ে সংঘটিত জলদূষণকে পরিপােষক দূষণ বলে ।
প্রশ্নঃ১০
ভৌগােলিক পরিবেশের প্রভাব ” গ্রস্থটির রচয়িতা কে ?
উঃ
ই . সি . সেম্পল ।
প্রশ্নঃ২
জীবমন্ডলের ওপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব সর্বপ্রথম আলােকপাত করেন কে ?
উঃ
চার্লস ডারউইন ।
প্রশ্নঃ৩
আকাশের রং নীলাভ প্রকৃতির হয় কেন ?
উঃ
সূর্যরশ্মির ধুলিকণায় প্রতিফলন ও বিচ্ছুরণের জন্য ।
প্রশ্নঃ৪
কোন রশ্মি ও কোন গ্যাসের আয়রণ জীবকূলকে রক্ষা করে ?
উঃ
অতি বেগুনি রশ্মি ।
প্রশ্নঃ৫
কিসের ফলে ইউট্রোফিকেশন হয় ?
উঃ
জলদূষণের ফলে ।
প্রশ্নঃ৬
প্যাথােজেন ( Pathogen ) কি ?
উঃ
বিভিন্ন ধরণের রোগ সৃষ্টিকারী জীবকে প্যাথােজেন বলে ।
প্রশ্নঃ৭
বায়ুদূষণ নিয়ন্ত্রণকারী দুটি যন্ত্রের নাম লেখ ।
উঃ
ক ) ফিলটার এবং খ ) ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ।
প্রশ্নঃ৮
C.F.C - এর বাণিজ্যিক নাম কি ?
উঃ
CFC এর বাণিজ্যিক নাম ফ্রেয়ন ।
প্রশ্নঃ৯
পরিপােষক দূষণ কি ?
উঃ
কোন জলজ বাস্তুতন্ত্রে পুষ্টিকর পদার্থের অধিক সঞ্চয়ে সংঘটিত জলদূষণকে পরিপােষক দূষণ বলে ।
প্রশ্নঃ১০
প্রাকৃতিক সৌর পর্দা কি ?
উঃ
বায়ুমন্ডলে ওজোন গ্যাসের আধিক্যের কারণে সমগ্র জীবজগৎ অতিবেগণি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পায় বলে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে ।
পরবর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।
উঃ
বায়ুমন্ডলে ওজোন গ্যাসের আধিক্যের কারণে সমগ্র জীবজগৎ অতিবেগণি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পায় বলে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে ।
পরবর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।

Comments
Post a Comment