পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs
পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।
প্রশ্নঃ১
সালােকসংশ্লেষের ফলে কী জাতীয় খাদ্য প্রস্তুত হয় ?
উঃ
' শর্করা ' জাতীয় খাদ্য প্রস্তুত হয় ।
প্রশ্নঃ২
দশ শতাংশ সূত্র আবিষ্কার কে করেন ?
উঃ
লিণ্ডম্যান ।
প্রশ্নঃ৩
বাস্তুতন্ত্রে ‘ নিচ ’ ( Niche ) বলতে কি বােঝায় ?
উঃ
জীবসম্প্রদায়ের ভূমিকা পালন ।
প্রশ্নঃ৪
কিভাবে বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ ঘটে ।
উঃ
খাদ্যশৃঙ্খলের মাধ্যমে বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ ঘটে ।
প্রশ্নঃ৫
একটি নির্দিষ্ট অঞ্চলে অবস্থানরত উদ্ভিদ ও প্রাণী গােষ্ঠীকে কি বলে ।
উঃ
জীবসম্প্রদায় ।
প্রশ্নঃ৬
ডেট্রিভাের কাদের বলা হয় ?
উঃ
বিয়ােজিত মৃত খাদ্য যারা গ্রহণ করে তাদের ডেট্রিভাের বলে ।
প্রশ্নঃ৭
Auto - Ecology কাকে বলে ?
উঃ
একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তুতন্ত্র সংক্রান্ত আলােচনাকে Auto - Ecology বলে ।
প্রশ্নঃ৮
সমুদ্রগর্ভে জীবমণ্ডলের বিস্তার কতদূর পর্যন্ত ?
উঃ
200 মিটার থেকে 7 কি . মি . পর্যন্ত ।
প্রশ্নঃ৯
একটি পুষ্টিস্তর থেকে অপর পুষ্টিস্তরে শক্তির স্থানান্তরের পরিমাণ কত ?
উঃ
10 % ।
প্রশ্নঃ১০
স্বাধীনজীবী কাদের বলে ?
উঃ
যে স্বভােজী জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদের স্বাধীনজীবী বলে ।

Comments
Post a Comment