পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
একজন গর্ভবতী নারীর দৈনিক প্রোটিন জাতীয় খাদ্য প্রয়োজন—
উত্তর:
৫৫ গ্রাম।
প্রশ্ন:২
ICDS হল একটি—
উত্তর:
শিশু ও নারী বিকাশ প্রকল্প।
প্রশ্ন:৩
অঙ্কুরিত ছোলাতে পাওয়া যায়—
উত্তর:
ভিটামিন E।
প্রশ্ন:৪
পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন্ জেলায় ?
উত্তর:
পুরুলিয়া।
প্রশ্ন:৫
অপচিতি বিপাক হল—
উত্তর:
শ্বসন ও রেচন।
প্রশ্ন:৬
কার্নাল ভোট কেন্দ্র টি কোথায় অবস্থিত—
উত্তর:
হরিয়ানা।
প্রশ্ন:৭
একজন প্রাপ্তবয়স্ক নারীর দৈনিক প্রোটিন জাতীয় খাদ্য প্রয়োজন—
উত্তর:
৪৫ গ্রাম।
প্রশ্ন:৮
ICDS ধারনাটি কোথা থেকে এসেছে ?
উত্তর:
১৯৬২ সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে।
প্রশ্ন:৯
মাতৃযান প্রকল্পে সুবিধাভোগী কারা ?
উত্তর:
প্রসূতি মা ও সদ্যোজাত শিশু।
প্রশ্ন:১০
বাঁধাকপি তে পাওয়া যায়—
উত্তর:
ভিটামিন ডি।
Comments
Post a Comment