সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
কত সালে বাবরিঘাটের যুদ্ধে আফগানরা মারাঠাদের পরাজিত করে ?
উত্তর: ১৭৬০ সালে।
প্রশ্ন:২
পশ্চিমবঙ্গে আর্সেনিকে দূষিত জেলার সংখ্যা কয়টি ?
উত্তর: ৮ টি।
প্রশ্ন:৩
অক্টোবর ২০০১–ডিসেম্বর ২০০২ সাল পর্যন্ত কে ভারতীয় সেনা প্রধান পদে নিযুক্ত ছিলেন ?
উত্তর: জেনারেল এস. পদ্মনাভন।
প্রশ্ন:৪
১৮৬০–১৮৬৯ সালের মধ্যে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমান বৃদ্ধি পেয়েছে শতকরা কত ভাগ ?
উত্তর: ১৫%।
প্রশ্ন:৫
কত সালে পূর্ব পাকিস্তানের নাম বদলে বাংলাদেশ রাখা হয় ?
উত্তর: ১৯৭২ সাল।
প্রশ্ন:৬
নাগারন্য অবস্থিত—
উত্তর: কর্নাটকে।
প্রশ্ন:৭
অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে অবস্থিত সর্বাপেক্ষা বড় বেরিয়ার রিফটির নাম কী ?
উত্তর: গ্রেট বেরিয়ার রিফ।
প্রশ্ন:৮
কত সালে গ্যালিলিও বৃহস্পতির চতুর্থ উপগ্রহ গ্যানিমিডকে আবিষ্কার করেন ?
উত্তর: ১৬১০ সাল।
প্রশ্ন:৯
মিশরে তুতেন খামেনের সমাধি কবে আবিষ্কৃত হয় ?
উত্তর: ১৯২৪ সালের ৩ রা জানুয়ারী।
প্রশ্ন:১০
কত সালে ডন কুইকজোট প্রকাশিত হয় ?
উত্তর: ১৬০৫ সালে।
Comments
Post a Comment