পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
জালালউদ্দীন মহম্মদ কি নামে পরিচিত ছিলেন ?
উত্তর: বাবর।
প্রশ্ন:২
প্রথম বাঙ্গালী মহিলা পাইলটের নাম কি ?
উত্তর: দূর্বা বন্দোপাধ্যায়।
প্রশ্ন:৩
কায়রোর সংবাদ এজেন্সী কি নামে পরিচিত ?
উত্তর: মিডল ইষ্ট এজেন্সী।
প্রশ্ন:৪
এ.এল.ডায়াস কোন্ সময়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন ?
উত্তর: ১৯৭১–৭৭ সাল।
প্রশ্ন:৫
তিমি মাছের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে ?
উত্তর: একটি।
প্রশ্ন:৬
১৯৮১–৮৩ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে ছিলেন ?
উত্তর: ভৈরব দত্ত পাণ্ডে।
প্রশ্ন:৭
বিখ্যাত স্থান ‘হাইড পার্ক’ কোথায় অবস্থিত ?
উত্তর: লন্ডন।
প্রশ্ন:৮
১৯৬৯–৭১ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
উত্তর: অজয় কুমার মুখার্জ্জী।
প্রশ্ন:৯
সুলতান মামুদ কি নামে পরিচিত ছিলেন ?
উত্তর: বাতাশিকন।
প্রশ্ন:১০
অল হায়ত পত্রিকাটি কোথায় প্রকাশিত হয় ?
উত্তর: বেইরুট।
Comments
Post a Comment