পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
এয়ার ফোর্স একাডেমি কোথায় অবস্থিত ?
উত্তর: হায়দ্রাবাদ।
প্রশ্ন:২
বিশ্ব এডস দিবস কোন্ দিন পালন করা হয়—
উত্তর: 1 ডিসেম্বর।
প্রশ্ন:৩
‘Argumentative India’ বইটির লেখক কে ?
উত্তর: অমর্ত্য সেন।
প্রশ্ন:৪
নিম্নলিখিত কোন্ ঘটনার কারণ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নয় ?
উত্তর: পুকুরের প্রকৃত গভীরতা এবং প্রতিভাত হয় যে গভীরতা তার মধ্যে পার্থক্য থাকে।
প্রশ্ন:৫
ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন্ রাজ্যে অবস্থিত ?
উত্তর: কর্ণাটক।
প্রশ্ন:৬
U-235 আইসোটোপের পরমাণুতে নিউট্রন সংখ্যা—
উত্তর: 143।
প্রশ্ন:৭
প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন ?
উত্তর: জি শঙ্কর কুরুপ।
প্রশ্ন:৮
কোন্ মৌলটি DNA-র গঠনে ব্যবহৃত হয় না ?
উত্তর: সালফার।
প্রশ্ন:৯
আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোন্ দিনটিতে পালিত হয় ?
উত্তর: 10 ডিসেম্বর।
প্রশ্ন:১০
এক্স-রশ্মির আবিষ্কর্তা কে ?
উত্তর: রোয়েন্টজেন।
Comments
Post a Comment