পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
যে হরমোন উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে তা হল—
উত্তর: অক্সিন।
প্রশ্ন:২
নিম্নলিখিত কোন্ অংশটি আলোক প্রতিসারক মাধ্যম নয়—
উত্তর: ফোবিয়া সেন্ট্রালিস।
প্রশ্ন:৩
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণ হল—
উত্তর: মেনিনজেস।
প্রশ্ন:৪
কোন্ কলায় রক্তবাহ থাকে না ?
উত্তর: আবরণী কলা।
প্রশ্ন:৫
প্রতিবিম্ব গঠিত হয় চোখের—
উত্তর: রেটিনায়।
প্রশ্ন:৬
স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তর: জওহরলাল নেহেরু।
প্রশ্ন:৭
অগ্রপিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে—
উত্তর: হাইপোথ্যালামাস।
প্রশ্ন:৮
অ্যান্টিডায়াবেটিক হরমোন নামে পরিচিত—
উত্তর: ইনসুলিন।
প্রশ্ন:৯
কেসকোগ্রাফ যন্ত্র আবিস্কার করেন—
উত্তর: জগদীশচন্দ্র বসু।
প্রশ্ন:১০
কোন্ প্রকার পেশী সংকোচনে অস্থি সন্ধি সংলগ্ন অস্থি দুটির কৌনিক দুরত্ব হ্রাস পায় ?
উত্তর: ফ্লেকশন।
Comments
Post a Comment