পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
লিউকোপ্লাস্ট কোথায় থাকে ?
উত্তর: মূলে।
প্রশ্ন:২
সালোকসংশ্লেষে অক্ষম একটি উদ্ভিদ হল ?
উত্তর: ছত্রাক।
প্রশ্ন:৩
সবাত শ্বসনে মোট কত অনু ATP পাওয়া যায় ?
উত্তর: ৩৮ অনু।
প্রশ্ন:৪
ইউরেনিয়ামের রেডিও অ্যাকটিভ ক্ষয়ে কী উৎপন্ন হয় ?
উত্তর: সীসা।
প্রশ্ন:৫
টেট্রাইথাইল লেড পেট্রোলে যোগ করা হয়, কারণ—
উত্তর: অ্যান্টিনকিং রেটিং বাড়ানোর জন্য।
প্রশ্ন:৬
একটি শর্করা নাম লেখো।
উত্তর: গ্লুকোজ।
প্রশ্ন:৭
অ্যাসপিরিন হলো—
উত্তর: অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড।
প্রশ্ন:৮
দেহের প্রতি বর্গমিটার আয়তনের জন্য একজন পূর্ণ বয়স্ক ব্যাক্তির স্বাভাবিক B.M.R. কত হয় ?
উত্তর: ঘণ্টায় 40 Cal।
প্রশ্ন:৯
ক্লোরোফিলের গঠনে প্রয়োজনীয় মৌলটি হল—
উত্তর: ম্যাগনেসিয়াম।
প্রশ্ন:১০
TNT হল—
উত্তর: বিস্ফোরক।
Comments
Post a Comment