পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
জীবের দেহ গঠনের প্রধান জটিল অনু কোনটি ?
উত্তর: প্রোটিন।
প্রশ্ন:২
পারদ সংকর কোন্ ধরনের দ্রবনের উদাহরণ ?
উত্তর: দ্রাবক কঠিন দ্রাব তরল।
প্রশ্ন:৩
লোহায় মরিচা ধরা—এটি কী পরিবর্তন ?
উত্তর: রাসায়নিক পরিবর্তন।
প্রশ্ন:৪
আগুন নেভানোর জন্য কোন্ গ্যাস ব্যবহার করা হয় ?
উত্তর: কার্বন ডাই অক্সাইড।
প্রশ্ন:৫
কোন্ ধরনের পদার্থ শরীরে ক্যান্সার সৃষ্টি করে ?
উত্তর: তেজস্ক্রিয় পদার্থ।
প্রশ্ন:৬
দুটি বিজারক পদার্থের নাম লেখো ?
উত্তর: H₂S, SO₂।
প্রশ্ন:৭
রাসায়নিক সার মাটিতে কী প্রদান করে ?
উত্তর: উদ্ভিদের পুষ্টি।
প্রশ্ন:৮
আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কে প্রকাশ করেন ?
উত্তর: বোর।
প্রশ্ন:৯
বাতাস কোন্ ধরনের পদার্থ ?
উত্তর: মিশ্রপদার্থ।
প্রশ্ন:১০
প্রাকৃতি গ্যাসের উপাদান কোনটি ?
উত্তর: মিথেন।
Comments
Post a Comment