জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর>>>বংশগতি
➤➤প্রশ্ন:১
বংশগতির ধারক ও বাহক কী ?
উত্তর:
বংশগতির ধারক ও বাহক হল জিন ।
➤➤প্রশ্ন:২
জিনতত্ত্বের জনক কে ?
উত্তর:
জিনতত্ত্বের জনক গ্রেগর জোহান মেন্ডেল ।
➤➤প্রশ্ন:৩
একটি বিশুদ্ধ লম্বা ও একটি বিশুদ্ধ বেঁটে মটরগাছের মধ্যে সংকরায়ণ ঘটালে F1 জনুতে কী রকম মটরগাছ পাওয়া যাবে ?
উত্তর:
একটি বিশুদ্ধ লম্বা এবং একটি বিশুদ্ধ বেঁটে মটরগাছের মধ্যে সংকরায়ণ ঘটালে F1 জনুতে কেবলই সংকর লম্বা মটরগাছ পাওয়া যায় ।
➤➤প্রশ্ন:৪
মেন্ডেলের পরীক্ষায় TT বলতে কী ধরনের মটরগাছকে বােঝায় ?
উত্তর:
মেন্ডেলের পরীক্ষায় TT বলতে বিশুদ্ধ লম্বা মটরগাছের জিনােটাইপকে বােঝায় ।
➤➤প্রশ্ন:৫
মেন্ডেলের পরীক্ষায় tt বলতে কী ধরনের মটরগাছকে বোঝায় ?
উত্তর:
মেন্ডেলের পরীক্ষায় tt বলতে বিশুদ্ধ বেঁটে মটরগাছের জিনােটাইপকে বােঝায় ।
➤➤প্রশ্ন:৬
মেন্ডেলের পরীক্ষায় Tt বলতে কী ধরনের মটরগাছকে বােঝায় ?
উত্তর:
মেন্ডেলের পরীক্ষায় Tt বলতে সংকর লম্বা মটরগাছের জিনােটাইপকে বােঝায় ।
➤➤প্রশ্ন:৭
দুটি বংশগত রােগের নাম বলাে ।
উত্তর:
দুটি বংশগত রােগ হল বর্ণান্ধতা ও হিমােফিলিয়া ।
➤➤প্রশ্ন:৮
সংকরায়ণ পদ্ধতিতে সৃষ্ট অধিক দুগ্ধপ্রদানকারী একটি গােরুর নাম লেখাে ।
উত্তর:
সংকরায়ণ পদ্ধতিতে সৃষ্ট অধিক দুগ্ধ প্রদানকারী একটি গােরুর নাম জার্সি-শাহীওয়াল ।
➤➤প্রশ্ন:৯
বেশি মাংস পাওয়া যায় এমন একটি মুরগির নাম লেখাে ।
উত্তর:
বেশি মাংস পাওয়া যায় এমন একটি মুরগির নাম ব্রয়লার ।
➤➤প্রশ্ন:১০
সমবাহ্যিক বৈশিষ্ট্যযুক্ত জীবগােষ্ঠীকে কী বলে ?
উত্তর:
সমবাহ্যিক বৈশিষ্ট্যযুক্ত জীবগাষ্ঠীকে ফিনোটাইপ বলে ।
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
জীবনবিজ্ঞান বংশগতি - সেট ২[NEXT]
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
Comments
Post a Comment