সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs
✵✵✵প্রশ্ন:১
বিশনোই আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
(a) চন্ডীপ্রসাদ ভাট
(b) অমৃতা দেবী
(c) মেধা পাটেকর
(d) সুন্দরলাল বহুগুণা
উত্তর: B
✵✵✵প্রশ্ন:২
মাতৃদুগ্ধে বা কোলস্ট্রামে কোন্ ইমিউনােগ্লোবিউলিন বর্তমান ?
(a) IgD
(b) IgG
(c) IgE
(d) IgA
উত্তর: D
✵✵✵প্রশ্ন:৩
অ্যামনিয়ােসেন্টেসিসের সাহায্যে কী জানা যায় ?
(a) ভূণের স্বাস্থ্য সম্বন্ধীয় তথ্য
(b) ভূণের বয়স
(c) ভূণের লিঙ্গ
(d) ভূণের বৃদ্ধি
উত্তর: C
✵✵✵প্রশ্ন:৪
প্রাণ সৃষ্টির জন্য কোন্ যৌগটি সবচেয়ে বেশি প্রয়ােজন ?
(a) শর্করা
(b) নিউক্লিক অ্যাসিড
(c) উৎসেচক
(d) প্রােটিন
উত্তর: B
✵✵✵প্রশ্ন:৫
প্রথম ট্রান্সজেনিক শস্য কোনটি ?
(a) তিসি
(b) মটর
(c) তুলাে
(d) তামাক
উত্তর: D
✵✵✵প্রশ্ন:৬
অস্ট্রালােপিথেকাস-এর জীবাশ্ম কোথায় আবিষ্কৃত হয়েছিল ?
(a) দ.পূ.এশিয়ায়
(b) অস্ট্রেলিয়ায়
(c) আফ্রিকায়
(d) আমেরিকায়
উত্তর: C
✵✵✵প্রশ্ন:৭
Lac Operon-এ ল্যাকটোজের ভূমিকা কী ?
(a) ইনডিউসর
(b) কো-ইনডিউসর
(c) কো-রিপ্রেসর
(d) রিপ্রেসর
উত্তর: A
✵✵✵প্রশ্ন:৮
সিসার দূষণের ফলে মানবদেহে নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ রােগ হয় ?
(a) মিনামাটা
(b) ব্ল্যাক লাং
(c) ব্ল্যাকফুট ডিজিজ
(d) কোনােটিই নয়
উত্তর: D
✵✵✵প্রশ্ন:৯
XXY ক্রোমােজোম সম্পন্ন ব্যক্তিটি কোন্ রােগে ভােগেন ?
(a) ক্লাইনফেল্টার সিনড্রোম
(b) টার্নার সিনড্রোম
(c) ডাউন সিনড্রোম
(d) AIDS
উত্তর: A
✵✵✵প্রশ্ন:১০
একটি বৃহৎ ভৌগােলিক অঞ্চলের জীবপ্রজাতির বৈচিত্র্যকে কী বলে ?
(a) বিটা বৈচিত্র্য
(b) আলফা বৈচিত্র্য
(c) গামা বৈচিত্র্য
(d) সবকটি
উত্তর: C
✵✵✵
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান MCQs - সেট ২[NEXT]
✵✵✵
Nice questions
ReplyDeleteThank you.😊
Delete