বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
নিম্নলিখিত কোনটি দ্বিনিষেক প্রক্রিয়ায় উৎপন্ন হয় ?
(a) ফুল
(b) বীজ
(c) মেগাস্পোর
(d) সস্য
উত্তর: D
প্রশ্ন:২
দ্বিনিষেক পদ্ধতিটি আবিষ্কার করেন—
(a) Maxwell
(b) Antony Hewert
(c) Nawaschin
(d) Einstein
উত্তর: C
প্রশ্ন:৩
পরাগরেণু সবুজ বর্ণের হয় না কারণ—
(a) প্লাসটিডের বিনষ্টিকরণ
(b) প্লাসটিডের ক্রোমােপ্লাস্টে রুপান্তর
(c) বাহকদের আকর্ষণ করা
(d) প্লাসটিডের অনুপস্থিতি
উত্তর: B
প্রশ্ন:৪
সাধারণত ভূণস্থলীতে নিউক্লিয়াসের সংখ্যা হল—
(a) 8 টি
(b) 12 টি
(c) 24 টি
(d) 6 টি
উত্তর: A
প্রশ্ন:৫
নিম্নলিখিত কোন্ স্থানে পরাগদণ্ড গঠিত হয় ?
(a) পরাগধানী
(b) যোজক
(c) স্টোমিয়াম
(d) গর্ভমুণ্ডযুক্ত প্যাপিলি
উত্তর: D
প্রশ্ন:৬
হাইড্রোপনিক্স হল—
(a) মৃত্তিকা সংরক্ষণ
(b) কৃত্রিম পরিবেশে উদ্ভিদের বৃদ্ধি
(c) নির্দিষ্ট কালচার মিডিয়ামে উদ্ভিদের বৃদ্ধি
(d) কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:৭
বহু নিউক্লিয়াসযুক্ত দশা লক্ষ করা যায়—
(a) ভুট্টায়
(b) ভাজক কলায়
(c) কর্টেক্সে
(d) নারকেলের তরল সস্যে
উত্তর: D
প্রশ্ন:৮
ট্যাপেটাম লক্ষ করা যায়—
(a) ডিম্বাশয়ের প্রাচীরে
(b) পুংগ্যামেটোফাইটে
(c) স্ত্রীগ্যামেটোফাইটে
(d) পরাগধানীর প্রাচীরে
উত্তর: D
প্রশ্ন:৯
মিয়ােসিস যখন পরাগরেণু ও ডিম্ব নিউক্লিয়াসে ঘটে তখন তাকে বলে—
(a) গ্যামেটিক মিয়ােসিস
(b) জাইগােটিক মিয়ােসিস
(c) স্পােরিক মিয়ােসিস
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:১০
নিম্নলিখিত কোনটি স্ত্রীজননতন্ত্রের অংশ ?
(a) পরাগধানী
(b) মাইক্রোস্পাের
(c) পুংকেশর
(d) ভ্রূণস্থলী
উত্তর: D
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞
⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞⮜⮞

Comments
Post a Comment